Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সুতাহাটা দীপান্বিতা উৎসবে মেতেছে

সুতাহাটা দীপান্বিতা উৎসবে মেতেছে
বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো এবং লক্ষ্মীপুজো পার হতেই, আপাতত আম-বাঙালি কালীপুজোর অপেক্ষায়!কালীপুজোয় জাঁকের নিরিখে হলদিয়া মহকুমার সুতাহাটা এলাকাটির বেশ নাম রয়েছে। মাত্র কয়েক কিলোমিটার এলাকার মধ…

 



সুতাহাটা দীপান্বিতা উৎসবে মেতেছে


বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো এবং লক্ষ্মীপুজো পার হতেই, আপাতত আম-বাঙালি কালীপুজোর অপেক্ষায়!

কালীপুজোয় জাঁকের নিরিখে হলদিয়া মহকুমার সুতাহাটা এলাকাটির বেশ নাম রয়েছে। মাত্র কয়েক কিলোমিটার এলাকার মধ্যে ১৭টি বড় মাপের কালীপুজো হয় এখানে। চারদিন ধরে চলে উৎসব। পুজোকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে উদ্দীপনাও দেখা যায়। দুর্গাপুজোর মতো থিম, বৈচিত্র এবং বাজেটের দিক থেকে নীরব প্রতিযোগিতাও চলে পুজোকমিটিগুলির মধ্যে।

সুতাহাটার ‘প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটি'র কালীপুজো এ বার ২৫তম বর্ষে পদার্পণ করল। পুজো কমিটির পক্ষে সুবিমল দাস জানাচ্ছেন, পুজোকে কেন্দ্র করে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। রয়েছে একাধিক সামাজিক কর্মসূচিও। এ বারে তাঁদের প্রতিমা হচ্ছে কাচের। এই এলাকার কয়েকটি অন্যতম জনপ্রিয় কালীপুজো হল— ‘নিউ তরুণ ডেভলপমেন্ট সংস্থা, ‘সাইকো', ‘নিউ তরুণ সঙ্ঘ, ‘তরুণ সঙ্ঘ, ‘মিলন সঙ্ঘ, ‘আমলাট অভিযান ক্লাব', 'অল-স্টার', ‘আকাশগঙ্গা' ইত্যাদি। এমনকি থানার পুজো দর্শনীয় যথেষ্ট জনপ্রিয় স্থানীয় মানুষের কাছে। জানা যাচ্ছে, প্রতিটি

পুজো কমিটির মণ্ডপে এবং প্রতিমায় থাকছে নানা বৈচিত্র।

‘সাইকো'র পুজো এ বার ২৪তম বছরে পদার্পণ করল। ক্লাবের সভাপতি সনৎ পাণ্ডে বলেন, “এ বার আমাদের প্রতিমার থিম সাবেক-কাল। থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, বস্ত্র বিতরণও।” ‘নিউ তরুণ সঙ্ঘ' ক্লাবের সম্পাদক সূর্য সুকুল বলেন, “টেরাকোটার প্রতিমা হচ্ছে আমাদের। তেমনই মানানসই মণ্ডপও হচ্ছে।” বাজেট প্রায় চার লক্ষ টাকা। দুঃস্থদের বস্ত্র প্রদানও থাকছে।

স্থানীয় বাসিন্দা সন্দীপন দাসের কথায়, “ছেলেবেলা থেকেই সুতাহাটার কালীপুজোর জাঁক দেখে আসছি। এখানে একেকটি পুজো এত বড় আকারে হয়, যা কল্পনাতীত।”

No comments