Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া রিফাইনারিতে জলের পাইপ ফেটে পুড়ে যাওয়া তিনজনের মধ্যে আশংকা জনক মৃত্যু ১

হলদিয়া রিফাইনারিতে জলের পাইপ ফেটে পুড়ে যাওয়া তিনজনের মধ্যে আশংকা জনক  মৃত্যু ১হলদিয়া রিফাইনারি  তৈল শোধনাগারে আবার ৩ জন শ্রমিক আহত। কারখানার মধ্যে গরম জলের পাইপ ফেটে গিয়ে  ৩ জন শ্রমিক গরম জল গায়ে পড়ে পুড়ে যায় ।এদিনের ঘটন…

 




হলদিয়া রিফাইনারিতে জলের পাইপ ফেটে পুড়ে যাওয়া তিনজনের মধ্যে আশংকা জনক  মৃত্যু ১

হলদিয়া রিফাইনারি  তৈল শোধনাগারে আবার ৩ জন শ্রমিক আহত। কারখানার মধ্যে গরম জলের পাইপ ফেটে গিয়ে  ৩ জন শ্রমিক গরম জল গায়ে পড়ে পুড়ে যায় ।এদিনের ঘটনায় আহত ৩ শ্রমিক তপন কুমার মান্না,সুব্রত ঘোষ এবং রামকৃষ্ণ দাস চিকিৎসাধীন রয়েছেন কলিকাতা হাসপাতালে।এঁদের মধ্যে সুব্রত ঘোষের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।তিন শ্রমিকের চিকিৎসা এবং তাদের ক্ষতিপূরণ নিয়ে হলদিয়া রিফাইনারিতে আলোচনার জন্য গিয়েছিলেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস আইএনটিটইউসি সভাপতি শিবনাথ সরকার

হলদিয়া রিফাইনারি  তৈল শোধনাগারে ৩ জন শ্রমিক আহত। কারখানার মধ্যে গরম জলের পাইপ ফেটে গিয়ে  ৩ জন শ্রমিক গরম জল গায়ে পড়ে পুড়ে গিয়েছিল ।ঐ ঘটনায় আহত ৩ শ্রমিক তপন কুমার মান্না,সুব্রত ঘোষ এবং রামকৃষ্ণ দাস চিকিৎসাধীন রয়েছিলেন কলিকাতা হাসপাতালে।এঁদের মধ্যে সুব্রত ঘোষের দুর্গাচকে বাড়ি তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছিল।ঐ তিন শ্রমিকের চিকিৎসা এবং তাদের ক্ষতিপূরণ নিয়ে হলদিয়া রিফাইনারিতে দাবি করে ছিলেন  পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস আইএনটিটইউসি সভাপতি শিবনাথ সরকার।

বিশেষ সূত্রের খবর, তপন কুমার মান্না রামকৃষ্ণ দাস তারা সুস্থ থাকলেও সুব্রত ঘোষ ভালো নেই । আশঙ্কা জনক অবস্থায় রয়েছেন যদিও রিফাইনারি কর্তৃপক্ষ ট্রেড ইউনিয়নের নেতৃত্বদের ফোন করেও সেভাবে বিশেষ কিছু জানা যায়নি। রিফাইনারি কন্ট্রাক্টর কল্যান মাইতি আমতা আমতা করেও পরিষ্কার করে জানালেন না। সূত্রের খবর সুব্রত ঘোষ মারা গেছেন। জলের পাইপ ফেটে পুড়ে গিয়ে তিনজন আহত হয়েছিলেন। আইএনটিটিইউসি জেলা সভাপতি শিবনাথ সরকার বলেন ডাক্তারি রিপোর্ট অনুযায়ী সুব্রত  ঘোষ হার্ট অ্যাটাক করে মারা গেছে।




    

No comments