Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিজেপি নেতার পা ধরবে পুলিশ- শুভেন্দু

চোর মুক্ত বাংলা হবে,সুতাহাটায় বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দু'বছর পর কোভিড মুক্ত দুর্গা পূজা এবং কালীপুজো হয়েছে।২০২৩ সালে চোর মুক্ত বাংলায় পুজো হবে।মঙ্গলবার কালীপুজোর পরেরদিন হলদিয়ার সুতাহাটা ভারতীয় জন পূজক সংঘের…

 




চোর মুক্ত বাংলা হবে,সুতাহাটায় বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

 দু'বছর পর কোভিড মুক্ত দুর্গা পূজা এবং কালীপুজো হয়েছে।২০২৩ সালে চোর মুক্ত বাংলায় পুজো হবে।

মঙ্গলবার কালীপুজোর পরেরদিন হলদিয়ার সুতাহাটা ভারতীয় জন পূজক সংঘের নবম বর্ষের শ্যামা পূজা উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসে তীব্র কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।একই সাথে তিনি পুলিশদের তীব্র ভাষায় আক্রমণ করে বলেন "শুনে রাখুন পুলিশ বাবারা,আপনি যে হাত দিয়ে স্বপন দাসের কানে মেরেছেন।সেই দুটো হাত দিয়ে স্বপন দাসের পা যদি না ধরাতে পারি,আমি শুভেন্দু অধিকারী নয়!এই পবিত্র স্থানে শ্যামা মায়ের মূর্তিকে শপথ রেখে বলে গেলাম।

মাতব্বরদের মাতব্বরি বেশি দিন চলবে না।সুতাহাটায় একটা লোক আছে,নাম কমলেশ চক্রবর্তী। নিজের ভাইপোকে তমলুক-ঘাটাল ব্যাংকে ঢুকিয়েছে।একটা মিথ্যা মামলা করে সুতাহাটার জনপ্রিয় ব্যক্তিত্ব পরোপকারী সত্যব্রত দাসকে জেলে ঢুকিয়েছে।

প্রসঙ্গত,সরকারি অর্থ অপব্যবহার করার অভিযোগে হলদিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা চেয়ারম্যান ইন কাউন্সিল শ্যামল আদক ঘনিষ্ঠ বিজেপি নেতা সত্যব্রত দাস কে ১৯ অক্টোবর রাতে গ্রেফতার করে সুতাহাটা থানার পুলিশ।কুড়ি অক্টোবর হলদিয়া মহকুমা আদালতের তোলা হলে বিচারক তার জামিন নাকচ করে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

এই ঘটনার পর প্রথমবার হলদিয়া এসে মুখ খুললেন শুভেন্দু অধিকারী।তিনি বললেন,এদের সঙ্গে কেউ নেই শুধুমাত্র পুলিশ বাবারা আছেন।




No comments