Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মিশনের মহারাজকে আর্থিক অনিয়ম ও সই নকল অভিযোগের মামলা থেকে অব্যাহতি দিল হলদিয়া মহকুমা আদালত

মিশনের  মহারাজকে আর্থিক অনিয়ম ও সই নকল অভিযোগের মামলা থেকে অব্যাহতি দিল হলদিয়া মহকুমা আদালতহলদিয়ার রামকৃষ্ণ সারদা মিশন আশ্রমের সম্পাদক বিবেকাত্মানন্দ মহারাজকে আর্থিক অনিয়ম ও সই নকল অভিযোগের মামলা থেকে অব্যাহতি দিল হলদিয়া মহকুমা আ…

 


মিশনের  মহারাজকে আর্থিক অনিয়ম ও সই নকল অভিযোগের মামলা থেকে অব্যাহতি দিল হলদিয়া মহকুমা আদালত

হলদিয়ার রামকৃষ্ণ সারদা মিশন আশ্রমের সম্পাদক বিবেকাত্মানন্দ মহারাজকে আর্থিক অনিয়ম ও সই নকল অভিযোগের মামলা থেকে অব্যাহতি দিল হলদিয়া মহকুমা আদালত। ২০১৮সালে সুতাহাটার চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রমের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে সংস্থার অর্থ তছরুপ সহ একাধিক বিষয়ে মামলা করা হয়। ওই সময় বিবেকাত্মানন্দ মহারাজ(বিবেক মহারাজ নামে পরিচিত) চৈতন্যপুর মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। ওই মামলার পর তাঁকে চৈতন্যপুর মিশন থেকে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পরে বিবেক মহারাজ নিজেই স্থানীয় মানুষজনের সহযোগিতায় নতুন আশ্রম গড়ে তোলেন এবং সামাজিক কাজকর্ম শুরু করেন। সুতাহাটা থানার পুলিস মামলার তদন্ত করে আদালতে রিপোর্ট জমা দেয়। প্রায় চার বছর ধরে মামলা চলার পর শেষমেস আদালতে অব্যাহতি পান বিবেক মহারাজ। মহারাজের পক্ষের আইনজীবী বিমলকুমার মাজি বলেন, পুলিস মামলাটি তদন্ত করে কোনও সারবত্তা পায়নি। মিথ্যে মামলায় মহারাজকে ফাঁসানো হয়েছিল। চৈতন্যপুর মিশন কর্তৃপক্ষকে বার বার আদালত তাদের মামলার সপক্ষে কী বলার রয়েছে তা জানার জন্য নোটিস পাঠায়। কিন্তু কেউ উপস্থিত না হওয়ায় মামলা থেকে আদালত মহারাজকে অব্যাহতি দিয়েছে।

No comments