Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এগরার বালিঘাইতে ক্লাব বন্ধনের আয়োজনে জগদ্বাত্রী পুজো মন্ডপের উদ্বোধন করেন খড়গপুরের তারকা বিধায়ক তথা অভিনেতা হিরন্ময় চট্টোপাধ্যায়

পূর্ব মেদিনীপুরের এগরার বালিঘাইতে ক্লাব বন্ধনের আয়োজনে জগদ্বাত্রী পুজো মন্ডপের উদ্বোধন করেন খড়গপুরের তারকা বিধায়ক তথা অভিনেতা হিরন্ময় চট্টোপাধ্যায়বাঙালির বারো মাসে তের পার্বণ। কালী পুজো, ভাইফোঁটার পরে সকলে অপেক্ষায় থাকেন বাঙালির …

 




পূর্ব মেদিনীপুরের এগরার বালিঘাইতে ক্লাব বন্ধনের আয়োজনে জগদ্বাত্রী পুজো মন্ডপের উদ্বোধন করেন খড়গপুরের তারকা বিধায়ক তথা অভিনেতা হিরন্ময় চট্টোপাধ্যায়

বাঙালির বারো মাসে তের পার্বণ। কালী পুজো, ভাইফোঁটার পরে সকলে অপেক্ষায় থাকেন বাঙালির আরও এক বড় উৎসব- জগদ্ধাত্রী পুজোর। পার্বতীরই অপর রূপ দেবী জগদ্ধাত্রী।হুগলির চন্দননগর বা নদিয়ার কৃষ্ণনগরের মত জগদ্ধাত্রী পুজোর উন্মাদনা রাজ্যের আর কোথাও দেখা যায় না। তবুও তারই যেন প্রতিচ্ছবি ফুটে ওঠে পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানা এলাকার বালিঘাই বাজারের বন্ধন ক্লাবের জগদ্ধাত্রী পুজোয়। এবারের পূজো দ্বিতীয় বছরে পদার্পন করলো। শুধু পূজো নয়, এই ক্লাবের ব্যবস্থাপনায় শুধু মাত্র পূজার্চনা হয়না তার সাথে সাথে নরনারায়ণ সেবা, রক্তদান শিবির, বস্ত্রদান শিবির, মেধাবী ছাত্র ছাত্রীদের শিক্ষা সমগ্রী ও দেওয়া হয়। এদিনের এই উৎসবে হাজির ছিলেন খড়্গপুরের বিধায়ক তথা চলচ্চিত্র অভিনেতা হিরণ্ময় চ্যাটার্জি। তিনি বলেন মায়ের কাছে চাইবো পশ্চিমবঙ্গের যত অশুভ শক্তি আছে সবার হাত থেকে যেন মা আমাদের মুক্তি দেন। কার্যত হিরণের বক্ত্যবে এই রাজ্য সরকারের দুর্নীতির প্রাসঙ্গ তুলে  ও খোঁচা দিতে ছাড়েননি তারকা বিধায়ক।  এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট সমাজসেবী আশীষ ধাওয়া, বিশিষ্ট সমাজসেবী তথা পশু চিকিৎসক অমলেশ পাহাড়ী, ক্লাবের সভাপতি খোকন বেরা, সম্পাদক বিশ্বেসর রায়, বিশিষ্ট সমাজসেবী মানিকলাল মাইতি। জগদ্ধাত্রী পুজোকে ঘিরে ৪ দিন থাকছে নানান মনজ্ঞ বিচিত্রানুষ্ঠান। এই পুজোকে ঘিরে এলাকায় কার্যত মেলার উৎসব।

No comments