Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

May 21, 2025

Weather Location

Popular Posts

Breaking News:

রাজ্য সরকার ও তৃণমূল কে তীব্র আক্রমন- শুভেন্দুর

রাজ্য সরকার ও তৃণমূল কে তীব্র আক্রমন-  শুভেন্দুর এনসিসি চাকরিপ্রার্থীরা  রাজ্য সরকারকে  কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী!  তিনি বলেন " রাজ্য সরকার আর্থিকভাবে দেউলিয়া!  লজ্জা লাগে না অর্থমন্ত্রী। বলছে ২০ লাখ টাকা দিয়েছে।পুজা তে…

 




রাজ্য সরকার ও তৃণমূল কে তীব্র আক্রমন-  শুভেন্দুর

 এনসিসি চাকরিপ্রার্থীরা  রাজ্য সরকারকে  কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী!  তিনি বলেন " রাজ্য সরকার আর্থিকভাবে দেউলিয়া!  লজ্জা লাগে না অর্থমন্ত্রী। বলছে ২০ লাখ টাকা দিয়েছে।পুজা তে ২৬০ কোটি টাকা!  অনেকে বলেছে এরা পিএফআই থাকুক, চায় না!  চাকরি কোথাও নেই!  প্রায় ৪০ হাজার মুখ বন্ধ হবে৷ বেতন বন্ধ হবে!  এটা ভিকারী সরকার। 

নন্দীগ্রামের মন্দির চুরির করেছে জেহাদীরা!  চোররা! পুলিশ এদের ধরবে না!  সিসিটিভি লাগিয়ে দিয়ে দিয়েছিলাম বিরুলিয়ার মন্দিরে। দেখবেন সিসিটিভিতে দেখা যাচ্ছে?  এ কাজ কোন হিন্দু হতে পারে না!  এটা জেহাদিদের কাজ!  পুলিশ এদেরকে কিছু বলবেনা!  কারণ মমতা ব্যানার্জি এদেরকে দুধাল গাই বলে!  চোরদের কাজ!  হিন্দু লোক এদের কাজ নয়! 

তৃণমূলের লোকেরা মদ খেয়ে দমকলের লোককে মেরে দিয়েছে! তুহিন দাস!  এরা সকলে দীপাবলীর মস্তি করছে!  দমকলের সাধারণ কর্মীরা মৃত্যু হচ্ছে!

No comments