বিজেপি করার অপরাধে আমাদের আটকে রাখা হয়েছে- সত্যব্রত দাস
হলদিয়া পৌরসভার দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত দেবব্রত দাস ওরফে স্বপন দাসকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে , তাকে দুই দিনের পুলিশ রিমান্ডে নির্দেশ দেয়। গত ২০ অক্টোবর এক সপ্তাহ …
বিজেপি করার অপরাধে আমাদের আটকে রাখা হয়েছে- সত্যব্রত দাস
হলদিয়া পৌরসভার দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত দেবব্রত দাস ওরফে স্বপন দাসকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে , তাকে দুই দিনের পুলিশ রিমান্ডে নির্দেশ দেয়। গত ২০ অক্টোবর এক সপ্তাহ পুলিশ রিমান্ডের পর বৃহস্পতিবার ২৭ অক্টোবর তাকে হলদিয়া মহকুমা আদালতে তোলে পুলিশ। পুলিশ আদালতের কাছে আরও সাত দিনের পুলিশ রিমান্ড চেয়ে ছিলেন। আদালত সব দিক বিচার করে অভিযুক্ত স্বপন দাসকে আরো দুদিন পুলিশ রিমান্ডে নির্দেশ দেন। স্বপন বাবুর আইনজীবী হৃষিকেশ সুকুল বলেন সাত দিন পুলিশ রেখেছিলেন কোন কিছুই প্রমাণ জোগাড় করতে পারেনি। উনি ছিলেন টেন্ডার কমিটির চেয়ারম্যান যারা টেন্ডার দেন তাদের চেয়ারম্যান । উনি তো কন্টাকটার নয় কিন্তু তৃণমূল নেতৃত্বের চাপে কমলেশ চক্রবর্তীর স্বপন দাসের নামে অভিযোগ দায়ের করেছিলেন যদিও পুলিশ সাত দিন রিমান্ডে চেয়েছিলেন বিচারক দুদিনের রিমান্ডে দিয়েছেন আগামী শনিবার তাকে আবার তোলা হবে। সত্যব্রত দাস আদালত থেকে বেরিয়ে আসার সময় বলেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের আটকে রাখা হচ্ছে । কারণ আমরা বিজেপিতে যোগদান করেছিলাম বলে।স্বপন দাসকে গ্রেফতার প্রসঙ্গে শুভেন্দু অধিকারী সুতাহাটা বলেন, স্বপন দাস কে গালে থাপ্পড় মারা হয়েছে। এছাড়া পুলিশকে হুমকি দিয়ে বলেন তার পায়ে হাত দিয়ে ক্ষমা স্বীকার করাবে। সেই প্রসঙ্গে আজ স্বপন দাস কোন মুখই খুললেন না। তার কোন প্রতিক্রিয়া পাওয়া গেল না।
No comments