Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

"সিত্রাং" ঘূর্ণিঝড়ে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী কুড়িজন বাংলাদেশী মৎস্যজীবীকে উদ্ধার

ভারতীয় উপকূলরক্ষী বাহিনী কুড়িজন বাংলাদেশী মৎস্যজীবীকে উদ্ধার করেছে। এদের বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হবেহলদিয়া থেকে বাহিনী সূত্র উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, একটি দ্রুত সমন্বিত অনুসন্ধান ও উদ্ধার  অভিযা…

 




ভারতীয় উপকূলরক্ষী বাহিনী কুড়িজন বাংলাদেশী মৎস্যজীবীকে উদ্ধার করেছে। এদের বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হবে

হলদিয়া থেকে বাহিনী সূত্র উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, একটি দ্রুত সমন্বিত অনুসন্ধান ও উদ্ধার  অভিযানে, ভারতীয় কোস্ট গার্ড ২৫ অক্টোবর অল্প সময়ের মধ্যে সমুদ্র থেকে 20 জন বাংলাদেশী জেলেকে উদ্ধার করে। ভারতীয় কোস্ট গার্ডের ডর্নিয়ার বিমানের নজরদারি অভিযানের সময় এঁরা নজরে পড়ে। ঘূর্ণিঝড় "সিত্রাং" এর ল্যান্ডফলের পরে এলাকা স্যানিটাইজ করছিল ডরনিয়ার বিমানটি।

 ICG ডর্নিয়ার বিমানটি 20 জনকে জলে দেখেছিল, ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক মেরিটাইম বর্ডার লাইন (IMBL) এর কাছে সাগর দ্বীপ থেকে প্রায় ৯০ NM দূরে, তাদের নৌকাগুলি ঘূর্ণিঝড় আবহাওয়ার সময় ডুবে গিয়েছিল। যারা বেঁচে ছিল তারা ডুবে যাওয়া মাছ ধরার নৌকা থেকে ভাসমান এবং ধ্বংসাবশেষের উপরে আঁকড়ে ছিল। আইসিজি ডরনিয়ার বিমানটি আশেপাশে লাইফরাফ্ট নামিয়ে দেয় এবং বেঁচে থাকা ব্যক্তিরা লাইফরাফ্টে নামা পর্যন্ত এলাকায় থাকে। এই সময় ডরনিয়ার বিমানটি মালয়েশিয়া থেকে কলকাতা দিকে যাওয়া পণ্যবাহী জাহাজ "নান্তা ভুম" কে ঘুরিয়ে দেয়। পণ্যবাহী জাহাজটিকে লাইফরাফ্ট (liferaft) থেকে ওই 20 জন মৎস্যজীবীকে তুলতে বলা হয়।  

 জেলেদের জাহাজে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এসব জেলেদের বাংলাদেশ কোস্টগার্ডের কাছে নিয়ম মত হস্তান্তরের পরিকল্পনা রয়েছে বলে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর সূত্রে জানানো হয়েছে

No comments