Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মানবিক পুলিশ অসহায়, দুঃস্থ মানুষদের দীপাবলিতে দেওয়া হল উপহার

মানবিক পুলিশ অসহায়, দুঃস্থ মানুষদের দীপাবলিতে দেওয়া হল উপহারপ্রদীপ কুমার মাইতি-  ফের মানবিক মুখ পুলিশের। অসহায়, দুঃস্থ মানুষদের দীপাবলিতে পুলিশের তরফে দেওয়া হল উপহার। পাশাপাশি চক্ষু পরীক্ষা ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পূর্ব ম…

 


মানবিক পুলিশ অসহায়, দুঃস্থ মানুষদের দীপাবলিতে দেওয়া হল উপহার

প্রদীপ কুমার মাইতি-  ফের মানবিক মুখ পুলিশের। অসহায়, দুঃস্থ মানুষদের দীপাবলিতে পুলিশের তরফে দেওয়া হল উপহার। পাশাপাশি চক্ষু পরীক্ষা ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার উদ্যোগে আয়োজিত হয় এই সামাজিক কর্মসূচি। ভগবানপুর গ্রামরক্ষী বাহিনীর একটি ক্ষুদ্র প্রয়াস। এদিন কালী পুজো উপলক্ষে ভগবানপুর থানা প্রাঙ্গণে আয়োজিত হয় এই সামাজিক কর্মসূচি। এদিন স্থানীয় এলাকার কয়েকশো মানুষের চক্ষূ পরীক্ষা করা হয়েছে। পাশাপাশি এদিন খোদ ভগবানপুরের ওসি নাড়ুগোপাল বিশ্বাস রক্তদান করে রক্তদাতাদের উৎসাহিত করে। শিবিরে মোট ৯০ জন রক্তদান করেন। সেইসঙ্গে অসহায়, দুঃস্থ বয়স্ক মানুষদের মুখে হাঁসি ফোটাতে শাড়ি উপহার দেওয়া হয়েছে বলে দাবি স্থানীয় থানার পুলিশের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরার এসডিপিও মহম্মদ বদরুজ্জামান আহমেদ, এগরার সিআই রজতকান্তি পাল, ভগবানপুরের ওসি নাড়ুগোপাল বিশ্বাস, সমাজকর্মী মদনমোহন পাত্র ও অভিজিৎ দাস প্রমুখ।

No comments