Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দীপাবলিতে নতুন উপহার তুলে দিলেন তিতীর্ষ

দীপাবলিতে নতুন উপহার তুলে দিলেন তিতীর্ষকুমোরটুলির অনুগত শিক্ষানবিশ এখন পুরোপুরি এলাকার মৃৎশিল্পী হিসাবে খ্যাতি লাভ করেছে।সুতাহাটার কুকড়াহাটি - বৈষ্ণবচক  গ্রামের বাসিন্দা মৃৎশিল্পী তপনকুমার দোলই।বয়স ৩৫। ১৬ বছর বয়স থেকে মুক্তচিন্ত…

 দীপাবলিতে নতুন উপহার তুলে দিলেন তিতীর্ষ

কুমোরটুলির অনুগত শিক্ষানবিশ এখন পুরোপুরি এলাকার মৃৎশিল্পী হিসাবে খ্যাতি লাভ করেছে।সুতাহাটার কুকড়াহাটি - বৈষ্ণবচক  গ্রামের বাসিন্দা মৃৎশিল্পী তপনকুমার দোলই।বয়স ৩৫। ১৬ বছর বয়স থেকে মুক্তচিন্তার কঠিন মৃত্তিকা ছেনে ফুটিয়ে তোলান প্রতিটি মূর্তির কোমাল বিভাব। তাঁর শিল্পীসত্তা সনাতন মনে জাগরিত করে ভক্তিভাব।এখন এলাকায় মাটির মূর্তি গড়ে সংসার প্রতিপালন করেন।এই কৃতবিদ্য মৃৎশিল্পীকে সংস্কৃতি জগতে বিশিষ্ট ব্যাক্তিত্ব ও লোকমান্য সমাজ হিতৈষীকে সম্মাননা - সংবর্ধনা প্রদান করা হয় তিতীর্ষু পত্রিকার পক্ষ থেকে।সম্মাননা তুলে দেন সম্পাদক চন্দন দাস। বৈষ্ণবচক ইয়াং ফাইটার্স ক্লাব সম্মুখে শারদীয় উৎসব উপলক্ষে এক অনুষ্ঠানে শিল্পীকে সম্মান জানালে তিনি বলেন,জীবনে প্রথম এই সম্মান পেয়ে আমি গর্বিত। এই পুরস্কার আমার কাছে অক্ষয় হয়ে থাকবে।ক্লাবের ১৮ তম দুর্গোৎসবের আজ দুস্থ  মহিলাদের শাড়ি উপহার দেওয়া হয়।উপস্থিত ছিলেন শিক্ষক মধুপ রায়,তপনকুমার দাস,ছড়াকার - চিত্রশিল্পী সুকুমার মিস্ত্রি, কবি,সম্পাদক শিক্ষক চন্দন দাস, ক্লাব সভাপতি দুলাল আদক,অমল মাজি,মানস দোলই প্রমুখ।

No comments