Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ

ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ  পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া মহাকুমার অন্তর্গত মহিষাদল পুরাতন বাসস্ট্যান্ডের জনপ্রিয় সেবামূলক ক্লাব " নিহারীকা "। এই ক্লাবের সদস্যবৃন্দ তাদের ১৬ তম বর্ষে শুভ দীপাবলি উৎসব ও…

 



ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ

  পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া মহাকুমার অন্তর্গত মহিষাদল পুরাতন বাসস্ট্যান্ডের জনপ্রিয় সেবামূলক ক্লাব " নিহারীকা "। এই ক্লাবের সদস্যবৃন্দ তাদের ১৬ তম বর্ষে শুভ দীপাবলি উৎসব ও কালীপুজো- উপলক্ষ্যে এক মানবিক উদ্যোগ গ্রহণ করে রাস্কেল ইট ভাটার শতাধিক আদিবাসী সম্প্রদায়ের পরিযায়ী শ্রমিকদের হাতে " মশারি " বিতরণ করলেন। এদিনের বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তিলক কুমার চক্রবর্তী, মহিষাদলের দু'ই বিশিষ্ট চিকিৎসক ডা: সুব্রত কুমার মাইতি, ডা: কল্যাণ কৃষ্ণ মাইতি ও অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিমালা প্রামানিক প্রমূখ। আগত বিশিষ্ট অতিথিদেরকে চন্দনের ফোঁটা ও ফুলের তোড়া দিয়ে বরণ করেন ইট ভাটার পরিযায়ী মহিলা শ্রমিকরা। বরণ করে নেয় ইট ভাটার মালিক অনাথ বন্ধু বেরা ও তাঁর বাবা ও মাকে। আদিবাসী সম্প্রদায়ের সমস্ত পরিযায়ী  পুরুষ ও মহিলা শ্রমিকরা স্বাগত জানান হাতের তালি দিয়ে নিহারীকা ক্লাবের সদস্যগণদেরকে । উপস্থিত বিশিষ্ট অতিথিদেরকে তাদের পক্ষ থেকে শুভ দীপাবলি উৎসব ও কালীপুজোর আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জানান  আকাশ তাপে ,রেশমি মুনরী, তিতি মুনরী, বীরেন্দ্র জামুদাও রাইমনী মুনরী প্রমূখ। আজকের এই অনুষ্ঠান দেখে তারা খুবই খুশি , আনন্দিত ও আপ্লুত। ডা: সুব্রত মাইতি ও ডা: কল্যাণ মাইতি ডেঙ্গু ও ম্যালেরিয়া সংক্রান্ত বিষয়ে বিস্তারিত ভাবে বক্তব্য রাখেন। বিধায়ক তিলক কুমার চক্রবর্তী উৎসাহিত করেন রাস্কেল ইটভাটার প্রধান কর্ণধার তথা মালিক শিক্ষিত প্রতিবন্ধী যুবক অনাথ অনাথবন্ধু বেরাকে। বিধায়ক রাস্কেল ইটভাটার কার্যক্রম দেখে খুবই আনন্দিত ও গর্বিত হন। তিনি উপস্থিত পরিযায়ী শ্রমিকদের হাতে মশারি তুলে দেন।

No comments