Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ওআরএস-এর জনক প্রফেসর দিলীপ মহালনবীশ

ওআরএস-এর জনক প্রফেসর দিলীপ মহালনবীশ প্রয়াত
 ওআরএস, বর্তমানে সকলের কাছে পরিচিত এক ওষুধ। কলেরা কিংবা ডায়েরিয়া সারাতে মক্ষম দাওয়াই হল এই ওআরএস। স্যালাইনের ছুঁচের মাধ্যমে পরিমাণ মতো এই ওষুধ ব্যবহারে সুস্থ হতে পারেন কলেরা ও ডায়েরিয়ার ম…

 




ওআরএস-এর জনক প্রফেসর দিলীপ মহালনবীশ প্রয়াত


 ওআরএস, বর্তমানে সকলের কাছে পরিচিত এক ওষুধ। কলেরা কিংবা ডায়েরিয়া সারাতে মক্ষম দাওয়াই হল এই ওআরএস। স্যালাইনের ছুঁচের মাধ্যমে পরিমাণ মতো এই ওষুধ ব্যবহারে সুস্থ হতে পারেন কলেরা ও ডায়েরিয়ার মত রোগে আক্রান্ত রোগীরা। সেই ওষুধের আবিস্কারকের প্রয়াণে শোকস্তদ্ধ চিকিৎসক মহল। ওআরএস-এর জনক প্রফেসর দিলীপ মহালনবীশ চিকিৎসা জগতে এক নতুন দিশা দেখান ওআরএস আবিস্কার করে। কলেরা রোগে স্যালাইনের ছুঁচের মাধ্যমে ওআরএস ব্যবহার করে বহু রোগীকে সুস্থ করে তুলেছিলেন বিজ্ঞানী দিলীপ মহালনবীশ। গতকাল, শনিবার রাতে প্রয়াত হয়েছেন দিলীপ মহালনবীশ। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। জানা যায়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলার বনগাঁ সীমান্তে বহু লোক কলেরায় আক্রান্ত হন। হাজার হাজার মানুষদের স্যালাইনের ছুঁচের মাধ্যমে নুন-চিনি-বেকিং সোডার সংমিশ্রণ দিয়ে সহজেই অনেকের প্রাণ বাঁচান দিলীপ মহালনবীশ। তারপরে থেকেই ওআরএসের ব্যবহার শুরু হলেও গোটা বিশ্বে সেই সময় স্বীকৃতি দেওয়া হয়নি এই ওষুধকে। তবে দিলীপ বাবুর পরিশ্রমের জেরে ওআরআসকে ব্যবহার করার স্বীকৃতি দেওয়া হয় আন্তজার্তিক স্তরে।

No comments