Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মেলা বন্ধের নির্দেশ দিলেন হলদিয়া পৌরসভা

মেলা বন্ধের নির্দেশ
মেলা বন্ধের নির্দেশ দিলেন হলদিয়া পৌরসভাহলদি নদী পাড়ে শারদীয়া বস্ত্রমেলা করার অনুমতী দিয়ে শেষমেশ মেলা বন্ধের নির্দেশ দিলেন হলদিয়া পুর-প্রধান সুধাংশু মণ্ডল । ফাঁপরে পড়েছেন বেসরকারি এই মেলা কর্তৃপক্ষ  । বাস্তবে হ…

 



মেলা বন্ধের নির্দেশ


মেলা বন্ধের নির্দেশ দিলেন হলদিয়া পৌরসভা

হলদি নদী পাড়ে শারদীয়া বস্ত্রমেলা করার অনুমতী দিয়ে শেষমেশ মেলা বন্ধের নির্দেশ দিলেন হলদিয়া পুর-প্রধান সুধাংশু মণ্ডল । ফাঁপরে পড়েছেন বেসরকারি এই মেলা কর্তৃপক্ষ  । বাস্তবে হলদিয়া বন্দর কর্তৃপক্ষের জায়গা হলদি নদীপাড় সহ সংলগ্ন এলাকা । হলদিয়া পুরসভা সৌন্দর্যায়নের জন‍্য হলদি নদী পাড় বন্দরের অনুমতি সাপেক্ষে "লিজ"নিয়েছে । কিন্তু সেই জায়গা ব‍্যবসায়িক উদ্দেশ্যে ব‍্যবহার করায় প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে । পুরসভা কোনোভাবেই মেলা করা জন‍্য দিতে পারে না বলেও বিতর্ক তৈরী হয়েছে । স্বাভাবিকভাবে বন্দর কর্তৃপক্ষও বিষয়টিতে প্রশ্ন তুলেছে । হলদিয়া বন্দরের ডেপুটি চেয়ারম্যান অমল কুমার মেহেরা জানান,"আমাদের অজান্তেই আমাদের জায়গায় মেলা হয় কি করে । পুরসভাকে ব‍্যবসায়িক ক্ষেত্রে ব‍্যবহারের ছাড়পত্র বন্দরের তরফে দেওয়া হয়নি । এবিষয়ে পুরসভার চেয়ারম্যান এবং পূর্ব মেদিনীপুর জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেছি ।" জেলাশাসক পূর্ণেন্দু মাজি জানান,"প্রশাসনিক নিয়ম মেনে মেলা করতে হবে । হলদিয়া পুরসভাকে সমস্ত কিছু খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে ।" তবে মেলা মূল হোতা সেকেন্দার আলি বলেন,"হলদিয়া পুরসভার অনুমতি পেয়েই মেলার বসাবার কাজ শুরু করেছি । প্রচুর দোকান,মালপত্র এসে গিয়েছে । কয়েক লাখ টাকা খরচ হয়ে গিয়েছে । মাঝ পথে মেলা বন্ধ করতে বললে যাই কোথায় । কে দেবে লোকসানের টাকা ।" তবে পুর-প্রধান সুধাংশু মণ্ডল জানান,"প্রথমে মেলা করার অনুমতি দিলেও পরে জানতে পারি,যারা মেলা করছেন তাদের ল‍্যাণ্ড,ফায়ার,পরিবেশ ইত্যাদি প্রশাসনিক ছাড়পত্র নেই । এসব ক্ষেত্রে জেলাশাসক একমাত্র মেলার অনুমতি দিতে পারেন । জেলাশাসকের পরামর্শ অনুযায়ী তাই হলদি নদী পাড়ে শারদীয়া বস্ত্রমেলা বন্ধের নির্দেশ দিয়েছি ।"

No comments