স্কুল ছাত্রীদের থ্যালাসেমিয়া নির্ণয়ের শিবির পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া সুতাহাটা লাবণ্য প্রভাত বালিকা বিদ্যালয়ে থ্যালাসেমিয়া নির্ণয় এবং সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় । স্কুলের প্রায় ৮৬ জন ছাত্রী এই শিবিরে অংশগ্রহণ …
স্কুল ছাত্রীদের থ্যালাসেমিয়া নির্ণয়ের শিবির
পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া সুতাহাটা লাবণ্য প্রভাত বালিকা বিদ্যালয়ে থ্যালাসেমিয়া নির্ণয় এবং সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় । স্কুলের প্রায় ৮৬ জন ছাত্রী এই শিবিরে অংশগ্রহণ করেন ৭০ জনের রক্ত নিয়ে পাঠানো হয়েছে জেলা মেডিকেল হাসপাতালে। বিনা পয়সায় এই শিবির পরিচালন করেন হলদিয়া লটারি ক্লাব এবং নন্দকুমার নাই কুন্ডি জনকল্যাণ সমিতি।
সমিতির সম্পাদক বাসুদেব মন্ডল বলেন প্রথম জীবনসঙ্গিনী খুঁজে নেয় যাতে থ্যালাসেমিয়া উভয়ে না থাকে সেজন্যই আমরা এই সকল ছাত্রীদের রক্ত পরীক্ষার মাধ্যমে নির্ণয় করে সচেতন করে দেওয়ার জন্য এই শিবির । স্কুলের শিক্ষিকা সহ ছাত্রীরা আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন।
No comments