Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিশ্ব কলা কেন্দ্রের "ইচ্ছে পূরণ" মহালয়ার সারাদিন দুর্গা মর্তে এসে দুস্থ অসহায় মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দিল

বিশ্ব কলা কেন্দ্রের "ইচ্ছে পূরণ"মহালয়ার সারাদিন দুর্গা মর্তে এসে দুস্থ অসহায় মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দিল
 শুভ মহালয়ায় সকাল থেকেই মায়ের আগমনের সঙ্গে সঙ্গে "বিশ্বকলা কেন্দ্রের" এলাকা এলাকায় গিয়ে অসহ…

 




বিশ্ব কলা কেন্দ্রের "ইচ্ছে পূরণ"মহালয়ার সারাদিন দুর্গা মর্তে এসে দুস্থ অসহায় মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দিল


 শুভ মহালয়ায় সকাল থেকেই মায়ের আগমনের সঙ্গে সঙ্গে "বিশ্বকলা কেন্দ্রের" এলাকা এলাকায় গিয়ে অসহায় দুস্থ শিশু এবং বয়স্ক মানুষদের নতুন পোশাক তুলে দেয়া হলো বাঙালির এই শ্রেষ্ঠ উৎসব এর আগে 7-টা গ্রাম নিয়ে ,মাইতি পল্লী দুর্গোৎসব প্রাঙ্গণ মহিষাদল কেশবপুরে।

সকাল থেকেই সমাজে পিছিয়ে পড়া ২০০ মানুষকে নতুন পোশাক তুলে দেয়া হলো।

বিকেলে নন্দকুমার সহ বিভিন্ন এলাকায় কয়েকশো অসহায় দুঃস্থ শিশুদের হাতে নতুন জামা কাপড় তুলে দেয়া হল।

সারা বছর সাংস্কৃতিক চর্চা ছাড়াও সমাজকল্যাণমূলক কাজে বিশ্ব কলা কেন্দ্র ব্রতী থাকে তার নজির রাখল আজও,  অসহায় দুস্থ মানুষ দের বাড়িতে বাড়িতে গিয়ে বিশ্ব কলা কেন্দ্রের দুর্গা নতুন পোশাক তুলে দিল, বিশ্ব কলা কেন্দ্রের সম্পাদক বিশ্বনাথ গোস্বামী বলেন আমরা চেষ্টা করছি বাঙালির এই শ্রেষ্ঠ উৎসব যাতে সুন্দর ও সফল হয় তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অসহায় দুস্থ মানুষদের হাতে আমরা নতুন পোশাক তুলে দেওয়ার চেষ্টা করেছি শুধু সংস্কৃতি চর্চা নয় সমাজ ও মানুষের পাশে থাকা ও প্রত্যেক সাংস্কৃতিক কর্মীর প্রয়োজন।

No comments