Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিজ্ঞান মানসিকতা ও মেধা অভীক্ষা"

বিজ্ঞান মানসিকতা ও মেধা অভীক্ষা"
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ,পূর্ব মেদিনীপুর জেলার ব্যবস্থাপনায় আজ অনুষ্ঠিত হল" বিজ্ঞান মানসিকতা ও মেধা অভীক্ষা"। ১৯৯৪ সাল থেকে অবিভক্ত মেদিনীপুর জেলায় এই অভীক্ষা শুরু হয়। এই বছর হলদিয…

 


বিজ্ঞান মানসিকতা ও মেধা অভীক্ষা"


পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ,পূর্ব মেদিনীপুর জেলার ব্যবস্থাপনায় আজ অনুষ্ঠিত হল" বিজ্ঞান মানসিকতা ও মেধা অভীক্ষা"। ১৯৯৪ সাল থেকে অবিভক্ত মেদিনীপুর জেলায় এই অভীক্ষা শুরু হয়। এই বছর হলদিয়া শহর আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বিজ্ঞান কেন্দ্রের ২২ টি স্কুলের ১৯৫৭ জন ( বাংলা মাধ্যমে ১৭১৬ ও ইংরাজি মাধ্যমে ২৪১ জন) ছাত্রছাত্রী পরীক্ষা দেয় ১০ টি অভীক্ষাকেন্দ্রে। সমস্ত বিজ্ঞানকর্মী,শিক্ষক শিক্ষিকা ,অভিভাবকদের আন্তরিক প্রয়াসে সুচারুরূপে সম্পন্ন হয় অভীক্ষা।

 সবচেয়ে বড় অভিক্ষাকেন্দ্র ছিল রাণিচক গভঃ স্পন্সরড বিদ্যভবনে একটি বই স্টল ও পোস্টার প্রদর্শনীর আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন শুচিস্মিতা মিশ্র, পিনাকী সেনগুপ্ত, অঞ্জন কুন্ডু, আশীষ বোয়াল, বি এন ঘোষ প্রমুখ।

No comments