নন্দীগ্রামে আবারও মাদ্রাসা নির্বাচন ঘিরে তুলকালাম উত্তেজনা । এই নন্দীগ্রামে মাদ্রাসা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ও সিপিএম পরস্পরের প্রতিদ্বন্দ্বী ।দীর্ঘ দেড় দশক পরে নির্বাচন ঘিরে এই প্রথম লাল- সবুজের লড়াই দেখছে নন্দীগ্রাম। মোহাম্…
নন্দীগ্রামে আবারও মাদ্রাসা নির্বাচন ঘিরে তুলকালাম উত্তেজনা । এই নন্দীগ্রামে মাদ্রাসা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ও সিপিএম পরস্পরের প্রতিদ্বন্দ্বী ।দীর্ঘ দেড় দশক পরে নির্বাচন ঘিরে এই প্রথম লাল- সবুজের লড়াই দেখছে নন্দীগ্রাম। মোহাম্মদপুর অর্থাৎ নন্দীগ্রাম এক নম্বর ব্লকের মোহাম্মদপুর দারুল উলুম সিনিয়র মাদ্রাসা নির্বাচন। মোট ভোটার ৩২৪ ভোট দান করেছে ১৯৭ জন। তৃণমূল কংগ্রেস অপরদিকে সিপিএম- কংগ্রেস জোট। মোহাম্মদপুর দারুল উলুম সিনিয়র মাদ্রাসা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 6 টি আসনে জয়লাভ করে । বামফ্রন্ট প্রতিদ্বন্দ্বিতা করলেও একটি খাতা খুলতে পারেনি । বামফ্রন্টের তরফ থেকে পরাজয় স্বীকার করে নিলেও কিন্তু তৃণমূল ভোটারদের প্রভাবিত করার জন্য প্রচুর টাকা খরচ করা হয়েছে বলে অভিযোগ ।
No comments