ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ২০৩ তম জন্মদিনহলদিয়ার ২৬ নং ওয়ার্ডের মহাত্মা গান্ধী নগরে "গোল্ডেন ফ্রেন্ডস্ সোসাইটি" এর আয়োজনে অনুষ্ঠিত হল ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ২০৩ তম জন্মদিন। উক্ত অনুষ্ঠানে বিদ্যাসাগর ম…
ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ২০৩ তম জন্মদিন
হলদিয়ার ২৬ নং ওয়ার্ডের মহাত্মা গান্ধী নগরে "গোল্ডেন ফ্রেন্ডস্ সোসাইটি" এর আয়োজনে অনুষ্ঠিত হল ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ২০৩ তম জন্মদিন। উক্ত অনুষ্ঠানে বিদ্যাসাগর মহাশয়ের উপর অঙ্কন ও প্রবন্ধ রচনা প্রতিযোগিতা এবং ৩৫০ জন দুঃস্থদের ব্যক্তির হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান মাননীয় সাধন জানা, রানিচক গভঃ স্পনসর্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মাননীয় হরিদাস ঘটক , রামগোপাল চক ভারতী বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক মাননীয় জয়ন্ত কুমার শাসমল, শিক্ষক অনুপ পাঁজা, সংস্থার সভাপতি অধ্যাপক তাপস কুমার মাইতি, সম্পাদক মাননীয় শম্ভু নায়েক সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিগণ।
No comments