Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে বৃহস্পতিবার কাঁথি আদালত চত্বরে পোস্টার হাতে বিক্ষোভ

অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে বৃহস্পতিবার কাঁথি আদালত চত্বরে পোস্টার হাতে বিক্ষোভছেলের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে বৃহস্পতিবার কাঁথি আদালত চত্বরে পোস্টার হাতে বিক্ষোভ দেখালেন মৃতের …

 


অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে বৃহস্পতিবার কাঁথি আদালত চত্বরে পোস্টার হাতে বিক্ষোভ

ছেলের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে বৃহস্পতিবার কাঁথি আদালত চত্বরে পোস্টার হাতে বিক্ষোভ দেখালেন মৃতের বৃদ্ধ মা ও বাবা। বৃহস্পতিবার কাঁথি মহকুমা আদালতে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের কাঁথির দেশপ্রাণ ব্লকের মুকুন্দপুর শাখার মৃত ম্যানেজার সুমিত রায়ের মৃত্যু মামলার শুনানি ছিল।

 এদিন শুনানির আগে মৃত ব্যাঙ্কের ম্যানেজারের মা সুমিত্রা রায়, বাবা সঞ্জীব রায় সহ পরিবারের সদস্যরা কাঁথি আদালতে আসেন। আদালত চত্বরে দাঁড়িয়ে ছেলেকে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলে অভিযুক্তদের শাস্তির দাবি জানান। এদিন শুনানিতে ফের মৃত ব্যাঙ্কের ম্যানেজার স্ত্রী শুভদীপা মাইতি রায়কে ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারপতি। এদিন নিহত সুমিত রায়ের মা সুমিত্রা রায় বলেন, ” পুলিশ ছেলের মৃত্যুর খবর পর্যন্ত বাড়িতে জানায়নি৷ তাই অভিযুক্তের সাজা নিয়ে আমাদের সংশয় রয়েছে৷ আদালতের কাছে আর্জি কোনও অবস্থাতেই যেন ওদের ছাড়া না হয়৷’’

 প্রসঙ্গত, গত ২১ আগস্ট রবিবার বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের কাঁথি দেশপ্রাণ ব্লকের মুকুন্দপুর শাখার ম্যানেজার সুমিত রায়ের (৩১) ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। এক বছর আগে কর্মসূত্রে মালদহ থেকে কাঁথিতে আসেন। বাড়ি কলকাতার আগরপাড়া এলাকায়। কাঁথি শহরের আঠিলাগড়ি এলাকায় স্ত্রী শুভদীপা মাইতিকে নিয়েই ভাড়া থাকতেন। তবে শনিবার রাতে ঘরের মধ্যে থেকেই সুমিত রায়ের গলায় কাপড়ের ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত দেহ দেখতে পেয়ে স্ত্রী চিৎকার করেন। অভিযোগ, সুমিতের গলায় দড়ির ফাঁস থাকলেও পা মাটিতে লেগেছিল৷ স্বভাবতই, এভাবে কেউ আত্মহত্যা করবেন কি করে সেই প্রশ্ন তোলেন প্রতিবেশীরা৷ পরে পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। কাঁথি থানার এক পুলিশ আধিকারিক বলেন, “ঘটনার তদন্ত চলছে। তদন্তে সবদিকই খতিয়ে দেখা হচ্ছে৷’’

No comments