Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আইএনটিটিইউসির নেতা সহ চারজনকে গ্রেপ্তারের কারণে শ্রমিকদের অসন্তোষ রয়েছে

আইএনটিটিইউসির নেতা সহ চারজনকে গ্রেপ্তারের কারণে শ্রমিকদের অসন্তোষ রয়েছে
দীঘা ডিপোতে  অস্থায়ী এস বি এস টি সির শ্রমিকদের বাধা হটিয়ে বাস চালাতে গিয়ে শ্রমিকদের সাথে ধস্তাধস্তি হয়েছিল পুলিশের। পরে চারজন শ্রমিককে আটক করে দীঘা থানার…

 




আইএনটিটিইউসির নেতা সহ চারজনকে গ্রেপ্তারের কারণে শ্রমিকদের অসন্তোষ রয়েছে


দীঘা ডিপোতে  অস্থায়ী এস বি এস টি সির শ্রমিকদের বাধা হটিয়ে বাস চালাতে গিয়ে শ্রমিকদের সাথে ধস্তাধস্তি হয়েছিল পুলিশের। পরে চারজন শ্রমিককে আটক করে দীঘা থানার পুলিশ। এবং ধস্তাধস্তিতে আহত হয় চারজন শ্রমিক তাদেরকে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে চিকিৎসাধীন। আজ সকাল থেকে চলছে সরকারি বাস যাত্রীরা পর্যটকেরা সেই বাসে উঠছেন গন্তব্যস্থলে যাওয়ার জন্য।যাত্রীরা জানাচ্ছেন গতকাল প্রশাসন যে ব্যবস্থা নিয়েছে সেই ব্যবস্থা আগে থেকেই নিতে পারত।তাহলে যাত্রী ভোগান্তি হত না। বা পর্যটক এর ভোগান্তি হতো না। তবে শ্রমিকদের সাথে শান্তিপূর্ণভাবে কথাবার্তার মাধ্যমে এই সমস্যা মেটানো উচিত ছিল প্রশাসনের। দীঘা থেকে প্রায় ৩০ টি স্টেট বাস চলার কথা থাকলেও এখন পর্যন্ত প্রায় ১৫ টি স্টেট বাস চলছে।

দীঘা থেকে সব বাস চালানো সম্ভব হয়নি কারণ কর্মীরা একটা ফ্যাক্টর। কর্মীর অভাবে বাস চালানো যাচ্ছে না।  দিঘাতে আইএনটিটিইউসির নেতা সহ চারজনকে গ্রেপ্তারের কারণে শ্রমিকদের অসন্তোষ রয়েছে।

No comments