Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

May 21, 2025

Weather Location

Breaking News:
latest

হলদিয়ার হাজরামোড় মৈত্রীভূমির ৫৩ তম বর্ষের ভাবনা "আলপনায় মোড়া,জননী জগৎজোড়া"

হলদিয়ার হাজরামোড় মৈত্রীভূমির ৫৩ তম বর্ষের ভাবনা "আলপনায় মোড়া,জননী জগৎজোড়া" হলদিয়া-মেছেদা রাজ্য সড়কের পাশে হলদিয়ার হাজরামোড় মৈত্রীভূমির ৫৩ তম বর্ষের ভাবনা "আলপনায় মোড়া,জননী জগৎজোড়া"।থিম রূপায়ণে রাষ…

 


হলদিয়ার হাজরামোড় মৈত্রীভূমির ৫৩ তম বর্ষের ভাবনা "আলপনায় মোড়া,জননী জগৎজোড়া"

 হলদিয়া-মেছেদা রাজ্য সড়কের পাশে হলদিয়ার হাজরামোড় মৈত্রীভূমির ৫৩ তম বর্ষের ভাবনা "আলপনায় মোড়া,জননী জগৎজোড়া"।থিম রূপায়ণে রাষ্ট্রপতি পুরষ্কারপ্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কুইল্যা ৩০ জন সহ-শিল্পী কে নিয়ে মণ্ডপসজ্জার কাজ করছেন।মণ্ডপের উচ্চতা ৩৫ ফুট।চওড়া এবং লম্বা ৭০ ফুট।এমন বৃহৎ পরিসরে বাঁশ,কাঠ,রঙিন কাগজ,ফোম,সুতো সহ বিভিন্ন সরঞ্জাম দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে আলপনার কোলাজ।তার সঙ্গে রঙিন বিজলি বাতির রোশনাইয়ে সাজানো হচ্ছে সারা পুজো মণ্ডপ।হাজরামোড় মৈত্রীভূমি পুজো কমিটির সাধারণ সম্পাদক আশিস কুমার হাজরা বলেন, “প্রত্যেক বছর নতুন কিছু থিম ভাবনা তুলে ধরার তাগিদ থাকে মৈত্রীভূমি। মণ্ডপ সজ্জায় দর্শনার্থীদের জন্য ভাল কিছু উপহার এবারও থাকছে।”এবারের পুজোর বাজেট ৪০ লক্ষ।পঞ্চমীতে পাঁচশো জন দুঃস্থ ও অসহায় মানুষকে শীতবস্ত্র তুলে দেওয়া হবে।



No comments