Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জেলা সেরা প্রতিমার শিরোপা অর্জন করেছেন দুর্গাচক মিলন সংঘ

জেলা সেরা প্রতিমার শিরোপা অর্জন করেছেন দুর্গাচক মিলন সংঘ

দুর্গা পুজো ঘিরে কেদারনাথ দর্শণ হবে হলদিয়ায় । পার্ব‍ত‍্য পরিবেশে বিশালকায় শিবলিঙ্গ,দুর্গার বরাভয়দায়িনী রূপ,ভক্তদের ভিড় । থিম "কেদারনাথের আলোকে দেবী দুর্গা" । এবার …

 



জেলা সেরা প্রতিমার শিরোপা অর্জন করেছেন দুর্গাচক মিলন সংঘ



দুর্গা পুজো ঘিরে কেদারনাথ দর্শণ হবে হলদিয়ায় । পার্ব‍ত‍্য পরিবেশে বিশালকায় শিবলিঙ্গ,দুর্গার বরাভয়দায়িনী রূপ,ভক্তদের ভিড় । থিম "কেদারনাথের আলোকে দেবী দুর্গা" । এবার হলদিয়ার দুর্গাচক মিলন সংঘের ৫৮ তম বর্ষের দুর্গোৎসবে এটাই চমক । ৬০ ফুট চওড়া,৭০ ফুট লম্বা এবং ২৫ ফুট উচ্চতার মণ্ডপটি হিমালয়ের কেদারনাথ তীর্থক্ষেত্রের আদলে ফুটিয়ে তোলা হচ্ছে । গেটে ঢুকতে গেলেই ২৪ ফুট উচ্চতার শিবলিঙ্গ চোখে পড়বে । ভেতরে এগিয়ে দেখা যাবে আর এক শিবলিঙ্গ,যা সামনে থেকে দেখতে কেদারনাথ,কিন্তু পিছন থেকে চোখে পড়বে ঝুলন্ত ইটের সারি । আবার কিছুটা এগিয়ে দেখতে পাওয়া যাবে স্ফটিক নির্মিত শিবলিঙ্গ । নির্মাণ কৌশলের মুন্সিয়ানায় তার ভিতরে আর এক কালো শিবলিঙ্গ দৃশ্য হবে । তার দু'দিকে দেওয়ালে দুর্গার ভিন্ন রূপের মডেল । আবার এক জায়গায় দেবীর বৃহদাকার পা চোখে পড়বে । আমাদের সারা শরীরের ভর বহন করে চলে আমাদের পা । তেমনি আধ্যাত্মিক ভাবনায় পৃথিবীর বৃহৎ 'বপু'কে মা একাই ধরে রেখেছেন । তিনিই এই ভূলোকের রক্ষাকত্রী । ভক্তকূলের মাধ্যমে মা সেই পৃথিবী রক্ষার বার্তা প্রচারে ধরাধামে পা রেখেছেন । মণ্ডপ  শিল্পী সুব্রত বেরা ৩০ জন সহ-শিল্পীকে সঙ্গে নিয়ে টানা দেড় মাস ধরে এই শিল্প কাজ করেছেন । এই দৈবিক থিম ভাবনার মোড়কে জলবায়ু পরিবর্তন,বিশ্ব উষ্ণায়ন,পরিবেশ সুরক্ষা বার্তাও রয়েছে । প্রকৃতির অস্বাভাবিকতার পিছনে মানুষের বিবেচনাহীন কাজ,অরন‍্য ধ্বংস দায়ী । যা দেখে বাবা আদিনাথ রুষ্ট । তাই এখানে তাঁকে রুদ্র রূপ দেখা যাবে । এতকিছু কারুকাজের পিছনে যা রয়েছে,তা ভাবলে অবাক হতেই হয় । ২৫০০ তেল রাখার খালি পরিত‍্যক্ত টিন,ভাঙা সাইকেলের রিম,রড,তার(স্পোক),তেলের খালি ড্রাম,শুখনো গাছ ইত‍্যাদি । সবই স্ক্র‍্যাপ মাল ।  ফেলে দেওয়া জিনিসপত্র কাজে লাগিয়েও যে শিল্প-সুষমা ফুটিয়ে তোলা যায়, এবার মিলন সংঘের মণ্ডপ দেখলে তা 'মালুম' হবেই হবে । মনে হতে পারে কেদারনাথের অশেষ আশীর্বাদে তা সম্ভব হয়েছে । জেলা বিশ্ব বাংলা শারদ সম্মান হলদিয়া মহকুমার শেরা প্রতিমা  নির্বাচিত হয়েছেন

No comments