Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়ার চৈতন্যপুর যুগেরযাত্রী'র দুর্গা মণ্ডপ "সাবেকিয়ানা ষোলোআনা"

হলদিয়ার চৈতন্যপুর যুগেরযাত্রী'র দুর্গা মণ্ডপ "সাবেকিয়ানা ষোলোআনা"গাছ-গাছালিতে ভরা বন । বনবীথিতে  হাতি,ঘোড়া,হরিণ । ভক্তকুলের আকুতিতে সেই বনপথে চার বেহারার কাঁধে পালকিতে চেপে মা আসছেন মর্ত‍্যধামে । বাংলার হরিৎ ক্ষেত্র…

 

হলদিয়ার চৈতন্যপুর যুগেরযাত্রী'র দুর্গা মণ্ডপ "সাবেকিয়ানা ষোলোআনা"

গাছ-গাছালিতে ভরা বন । বনবীথিতে  হাতি,ঘোড়া,হরিণ । ভক্তকুলের আকুতিতে সেই বনপথে চার বেহারার কাঁধে পালকিতে চেপে মা আসছেন মর্ত‍্যধামে । বাংলার হরিৎ ক্ষেত্রের আদলে এমনি উৎসবের আঙিনা সেজে উঠছে হলদিয়ার চৈতন্যপুর যুগেরযাত্রী'র দুর্গা মণ্ডপ । থিম "সাবেকিয়ানা ষোলোআনা" । তমলুকের মণ্ডপ শিল্পী টোটোন মান্না ২০ জন সহ-শিল্পীকে সঙ্গে নিয়ে এবার যুগেরযাত্রীর ৩৪ তম বর্ষের এই থিম ভাবনা রূপায়নে দক্ষতার ছাপ রাখছেন । ৫০ ফুট চওড়া,৮০ ফুট লম্বা এবং ৫০ ফুট উচ্চতার এই মণ্ডপে বাঁশ,কাঠ,কাপড়,ফোম,প‍্যাস্টেলে শিল্প রূপ পাচ্ছে থিম ভাবনা । 'থিম মেকার' শিল্পী বলেন,"প্রাচীন গ্রাম ভাবনায় উৎসবের আমেজ ফোটাতে এমন পরিকল্পনা করা হয়েছে । শিল্প শহর হলদিয়া লাগোয়া চৈতন্যপুরে এমন শৈল্পিক অনুষঙ্গ আকর্ষণীয় হবে মনে করি ।"পঞ্চমীতে তারকা অভিনেতা-অভিনেত্রী,শিল্পী,গুণীজন সমাবেশে উদ্বোধন ঘটছে । দশমী পর্যন্ত প্রতি সন্ধ্যায় থাকছে বাউল,অর্কেস্ট্রা সহ নানা সাংস্কৃতিক আয়োজন । পুজো কমিটির সভাপতি পার্থ বটব‍্যাল জানান,"শিল্পের মোড়কে দর্শনার্থীদের নতুন উপহার হিসেবে এবার সাবেকিয়ানা ষোলোআনা থিম ভাবা হয়েছে । শিল্পের জৌলুস থাকছে । তার মধ্যে লুকিয়ে থাকছে হৃদয়ের প্রশান্তি ।" এখানেই শেষ নয় ।  নবমীতে থাকছে ভোগ বিতরণ । দেড় হাজার মানুষের জন্য প‍্যাকেট বন্দি করে সেই ভোগ বিতরণ করা হবে । সমাজ কল‍্যাণ ভাবনায় কিছু কাজ । এবার তাদের বাজেট ২১ লাখ টাকা । একথা জানিয়ে পুজো কমিটির সম্পাদক অশোক মাইতি বলেন ,"মানুষ উপকৃত হবেন তেমন ভাবনা থেকে ৫০০ দু:স্থ মানুষকে পুজোর পোষাক দেওয়া হবে । ৩০০ স্কুল পড়ুয়াকে দেওয়া হবে স্কুল ব‍্যাগ ।" যুগের যাত্রীর পুজোয় মানুষের ঢল থাকেই । সে কথা ভেবে নিরাপত্তা ব্যবস্থা আঁটো-সাটো করা হচ্ছে । সব মিলিয়ে পুজোর আনন্দে মাত্রা যোগ করতে সমস্ত রকম প্রচেষ্টা চলছে জোর কদমে ।

No comments