Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নির্মাণ প্রকৌশল পরীক্ষাগার--এর শুভ উদ্বোধন করলেন বিধায়ক তিলক কুমার চক্রবর্তী

নির্মাণ প্রকৌশল পরীক্ষাগার--এর শুভ উদ্বোধন করলেন বিধায়ক তিলক কুমার চক্রবর্তী
 মহিষাদল ব্লকের গড় কমলপুর গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে" নির্মাণ প্রকৌশল পরীক্ষাগার "- এর শুভ উদ্বোধন হয়। পরীক্ষাগার টির শুভ উদ্বোধন করলেন বি…

 




নির্মাণ প্রকৌশল পরীক্ষাগার--এর শুভ উদ্বোধন করলেন বিধায়ক তিলক কুমার চক্রবর্তী


 মহিষাদল ব্লকের গড় কমলপুর গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে" নির্মাণ প্রকৌশল পরীক্ষাগার "- এর শুভ উদ্বোধন হয়। পরীক্ষাগার টির শুভ উদ্বোধন করলেন বিধায়ক তিলক কুমার চক্রবর্তী।  বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন মহিষাদল উন্নয়ন ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক যোগেশচন্দ্র মন্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস, গড় কমলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদীপ কুমার জানা ও উপপ্রধান জোহরা বিবিসহ বিশিষ্ট ব্যক্তিগণ। এখানে যাবতীয় কংক্রিটের রাস্তা, ঘরবাড়িও ক্যালভাট -এর গুণমান পরীক্ষা করা হবে ও টেস্ট রিপোর্ট প্রদান করা হবে জানান বিধায়ক তিলক কুমার চক্রবর্তী। ব্লক এলাকার সমস্ত গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত পানীয় জলের টিউবওয়েল ও সাবমারসিবল জলের পরীক্ষা এখানে করা হবে। প্রায় ১ লক্ষ ৮০ হাজার টাকা খরচে এই পরীক্ষাগারটি নির্মিত হয়েছে বলে জানিয়েছেন, বিডিও যোগেশচন্দ্র মন্ডল। তিনি আরও জানান ,পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে তৃতীয় এবং ব্লকের মধ্যে প্রথমএই পরীক্ষাগারটি নির্মিত হল মহিষাদল ব্লকের গড় কমলপুর কার্যালয়ে। গ্রাম এবং শহরে যখন কোন রাস্তা নির্মাণ করা হবে। তখন সেই রাস্তা তৈরীর আগে মাটির গুণমান পরীক্ষা করা হবে এই পরীক্ষাগারে এবং তার রিপোর্টও দেওয়া হবে।

No comments