Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদি নদীর তীরে প্লাস্টিক মুক্ত জোন হিসেবে ঘোষণা করতে যায় বন্দর কর্তৃপক্ষ- জেনারেল ম্যানেজার

হলদি নদীর তীর প্লাস্টিক মুক্ত জোন হিসেবে ঘোষণা করতে যায় বন্দর কর্তৃপক্ষ- জেনারেল ম্যানেজারহলদিয়ায় নদী তীরবর্তী এলাকা প্লাস্টিকমুক্ত করার উদ্যোগ হলদি ও হুগলি নদীকে প্লাস্টিক-আবর্জনার হাত থেকে বাঁচানোর চেষ্টা করছে হলদিয়া বন্দর …

 

হলদি নদীর তীর প্লাস্টিক মুক্ত জোন হিসেবে ঘোষণা করতে যায় বন্দর কর্তৃপক্ষ- জেনারেল ম্যানেজার

হলদিয়ায় নদী তীরবর্তী এলাকা প্লাস্টিকমুক্ত করার উদ্যোগ হলদি ও হুগলি নদীকে প্লাস্টিক-আবর্জনার হাত থেকে বাঁচানোর চেষ্টা করছে হলদিয়া বন্দর কর্তৃপক্ষ এবং কোস্টগার্ড। এজন্য হলদিয়ার টাউনশিপের রিভার ফ্রন্ট এলাকা প্লাস্টিকমুক্ত করতে ‘নো প্লাস্টিক জোন' ঘোষণা করতে উদ্যোগী হয়েছে বন্দর কর্তৃপক্ষ। নদী তীরবর্তী এলাকা হলদিয়া বন্দর কর্তৃপক্ষের আওতাধীন

হলদিয়া বন্দরের জেনারেল ম্যানেজার(প্রশাসন) প্রভীনকুমার দাস বলেন, হলদি ও হুগলি নদীকে রক্ষা করতে শীঘ্রই ‘নো প্লাস্টিক জোন' ঘোষণা করা হবে। এজন্য বন্দর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিতে চলেছে। পরিবেশ রক্ষা ও পর্যটনের জন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বন্দর কর্তৃপক্ষ, কোস্টগার্ড, আইওসি সকলেই প্রতি ১০-১২ দিন অন্তর ‘কোস্টাল ক্লিন আপ ডে' পালন করছে। এইদিন সংস্থার কর্মী, আধিকারিকরা সকালে এসে প্রাতঃভ্রমণের মাধ্যমে প্লাস্টিক আবর্জনা সংগ্রহ করছেন। স্কুল-কলেজের পড়ুয়ারাও অংশ নিচ্ছেন। বন্দর কর্তৃপক্ষ প্রায় ১২০০কেজি প্লাস্টিক সংগ্রহ করেছে। কোস্টগার্ড জানিয়েছে, কোস্টাল ক্লিনআপ ডে উপলক্ষে তাদের কর্মসূচিতে পাঁচ শতাধিক স্কুল ও কলেজের পড়ুয়া অংশ নেয়। মানুষের মধ্যে ধীরে ধীরে সচেতনতা বাড়ার ফলে প্লাস্টিক আবর্জনা সামান্য কমেছে।


No comments