Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ইভটিজিং বন্ধে শিল্পশহরে মহিলা ব্রিগেড ‘হলদিয়া ফ্লাইং উইনার্স স্কোয়াড'

হলদিয়ায় মহিলাদের সুরক্ষায় পুলিশের ‘উইনার্স স্কোয়াড' 

ইভটিজিং বন্ধে শিল্পশহরে মহিলা ব্রিগেড ‘হলদিয়া ফ্লাইং উইনার্স স্কোয়াড'
রাজ্যে মহিলাদের সুরক্ষায় শিলিগুড়ি কমিশনারেটে এই ধরনের প্রমীলা বাহিনী রয়েছে।


মুখ্যত, ইভটিজিং…

 


হলদিয়ায় মহিলাদের সুরক্ষায় পুলিশের ‘উইনার্স স্কোয়াড' 



ইভটিজিং বন্ধে শিল্পশহরে মহিলা ব্রিগেড ‘হলদিয়া ফ্লাইং উইনার্স স্কোয়াড'


রাজ্যে মহিলাদের সুরক্ষায় শিলিগুড়ি কমিশনারেটে এই ধরনের প্রমীলা বাহিনী রয়েছে।




মুখ্যত, ইভটিজিং রুখতেই বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় এই বাহিনীকে। শিলিগুড়ির এই বাহিনী নজর কেড়েছিল রাজ্য পুলিস প্রশাসনের। সেই ধাঁচেই এ বার
পুজোর মুখে পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়ায় চালু হল প্রমীলা ব্রিগেড। মুখ্যত, হলদিয়ার জন্য এই বাহিনী তৈরি করা হয়েছে বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে।

 পুজোর সময় ভিড় বাড়ে শিল্প শহরে। সেই কারণেই বিশ্বকর্মা পুজোর দিন থেকে এই বাহিনী মাঠে নেমেছে। বলে জানান হলদিয়ার এসডিপিও রাহুল পান্ডে। রাহুল বাবু বলেন, “হলদিয়া শহরকেন্দ্রিক এই বাহিনী মহিলা থানার অন্তর্গত। হলদিয়া মহকুমার এলাকা সমস্ত অফিস ইনচার্জ ও মহিলা থানা ওসি মৌসুমী সর্দারের উপস্থিতে এদিন চারটি স্কুটি দেওয়া হয়েছে মহিলা বাহিনীকে । স্কুটিতে দুজন করে থাকবেন। এই বাহিনী হলদি নদীর তীরে প্রয়োজনের নিরিখে পাহারা দেবে।”! তিনি জানান, মুখ্যত পর্যটকদের আনাগোনা থাকে দার্জিলিং শহরে। সেখানে 'পিঙ্ক পেট্রোলিং বাহিনী' নামে মহিলাদের এই বাহিনী ভাল কাজ করেছিল। সেই ফর্মুলা মেনেই হলদিয়া শহরে  কাজ করবে ‘উইনার্স স্কোয়াড’। ইতিমধ্যেই দিঘায় চালু হয়েছে এই স্কোয়াড।

পুলিশ সূত্রে খবর, উৎসবের সময় শিল্প শহরে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন। সেই ভিড়ে মিশে যায় ছিনতাইবাজ ও ইভটিজাররা। বিশেষ করে সিটি সেন্টার ও হলদি নদীর ধারে ইভটিজিং-এর অভিযোগ আসে। সেই জায়গায় এই বাহিনী সক্রিয় ভূমিকা পালন করবে। শুধু তাই নয়, এই বাইক

বাহিনী সাধারণ পোশাকেও নজর রাখবে। পুলিশর এই উদ্যোগে খুশি। কবিতা, কথা, নন্দিতা, বৈশাখী,সুপ্রিয়া, সাথী, চন্দ্রানী, সায়ন্তনী, মধুমিতা,সংগীতা, তৃষ্ণা, কৃষ্ণা। হলদিয়ার একটি স্কুলের প্রধান শিক্ষিকা জানান, স্কুলের সময়েও এই বাহিনী মাঝে মাঝে টহল দিলে ভাল হয়।

No comments