Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জওহর নবোদয় স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রের হঠাৎ মৃত্যু

কাপাসএড়্যা জওহর নবোদয় স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রের হঠাৎ মৃত্যু হোস্টেলে নিজের বিছানায় পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার অন্তর্গত কাপাসএড়্যা হাইরোডের পাশেই জওহর নবোদয় স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রের হঠাৎ মৃত্যু হোস্টেলে নিজে…

 



কাপাসএড়্যা জওহর নবোদয় স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রের হঠাৎ মৃত্যু হোস্টেলে নিজের বিছানায় 

পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার অন্তর্গত কাপাসএড়্যা হাইরোডের পাশেই জওহর নবোদয় স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রের হঠাৎ মৃত্যু হোস্টেলে নিজের বিছানায়। আজ ২ সেপ্টেম্বর ২০২২ ,শুক্রবার একেবারে ভোর সকালে কেন্দ্রীয় সরকারি স্কুলের পি.টি ক্লাসের শিক্ষক রাজীব রঞ্জন ডাকুয়া প্রতিদিনের ন্যায় আজও শরীরচর্চার ক্লাস নেওয়া শুরু করেছিলেন। শরীরচর্চা শুরু করার সময় অনুপস্থিত ছিলেন একাদশ শ্রেণীর হোস্টেলে থাকা পাঠ্যরত ছাত্র রাহুল গিরি (১৬)। রাহুলকে দেখতে না পেয়ে শিক্ষক রাজীব বাবু হোস্টেলে যান। গিয়ে দেখেন অচৈতন্য অবস্থায় বিছানায় শুয়ে রয়েছে তরুণ তাজা যুবক রাহুল গিরি। তৎক্ষণাৎ রাজীব বাবু অচৈতন্য অবস্থায় পড়ে থাকা বিছানার উপর মৃত ছাত্র রাহুল গিরিকে মহিষাদল বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন ।চিকিৎসকগণ মৃত বলে ঘোষণা করেন। এদিকে আবাসিক স্কুলের আরেকজন শিক্ষক সোমেন মুখোপাধ্যায় বলেন, রাত্রিতে ডাল ভাত পনির তরকারি খেয়ে সমস্ত ছাত্ররা নিজেদের বিছানায় শুয়ে ছিলেন। রাত্রি ৩ টার সময় রাহুল তার আরেক বন্ধুকে নিয়ে বাথরুমে যান। বাথরুমে যাওয়ার পর থেকে কি ঘটনা ঘটলো তিনি আর বলতে পারেন না। কেন্দ্রীয় সরকারি স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুদি সেক্সনা (Mudit Saxena ) মোবাইল ফোনে জানিয়েছেন, শিক্ষক সৌমেন মুখোপাধ্যায় যে কথাগুলো বলেছেন। একই কথা আমি শুনেছি। P.M. রিপোর্টের জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে মৃত ছাত্রটিকে পাঠানো হয়েছে। মহিষাদল থানার অফিসার -ইন-চার্জ প্রলয় কুমার চন্দ্র জানান , এখনও পর্যন্ত এই ঘটনার কোন লিখিত অভিযোগ জমা পড়েনি। মৃত ছাত্রটির বাড়ি নন্দকুমার থানার শেওড়াবেড়িয়া জালপাই গ্রামে ।বাবার নাম অমল গিরি। অমল বাবুকে প্রশ্ন করা হলে, তিনি কিছুই বলতে পারেন নাই ।কান্নায় ভেঙে পড়েন। পি.এম রিপোর্ট এর উপর তাকিয়ে রয়েছেন অভিযোগ করার বিষয়। একাদশশ্রেণির এই ছাত্রটির মৃত্যুর ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়ায় আবাসিক হোস্টেলের সমস্ত ছাত্রদের মধ্যে চাঞ্চলের সৃষ্টি হয়েছে। অভিভাবকেরা একের পর এক ছুটে আছেন স্কুল চত্বরে । তাদের ছাত্রদেরকে দেখার জন্য।র্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার অন্তর্গত কাপাসএড়্যা হাইরোডের পাশেই জওহর নবোদয় স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রের হঠাৎ মৃত্যু হোস্টেলে নিজের বিছানায়। আজ  ২ সেপ্টেম্বর ২০২২ ,শুক্রবার একেবারে ভোর সকালে  কেন্দ্রীয় সরকারি স্কুলের পি.টি ক্লাসের শিক্ষক রাজীব রঞ্জন ডাকুয়া প্রতিদিনের ন্যায় আজও শরীরচর্চার ক্লাস নেওয়া শুরু করেছিলেন। শরীরচর্চা শুরু করার সময় অনুপস্থিত ছিলেন একাদশ শ্রেণীর হোস্টেলে থাকা পাঠ্যরত ছাত্র রাহুল গিরি (১৬)। রাহুলকে দেখতে না পেয়ে শিক্ষক রাজীব বাবু হোস্টেলে যান। গিয়ে দেখেন অচৈতন্য অবস্থায় বিছানায় শুয়ে রয়েছে তরুণ তাজা যুবক রাহুল গিরি। তৎক্ষণাৎ রাজীব বাবু অচৈতন্য অবস্থায় পড়ে থাকা বিছানার উপর মৃত ছাত্র রাহুল গিরিকে মহিষাদল বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন ।চিকিৎসকগণ মৃত বলে ঘোষণা করেন। এদিকে আবাসিক স্কুলের আরেকজন শিক্ষক সোমেন মুখোপাধ্যায় বলেন, রাত্রিতে ডাল ভাত পনির তরকারি খেয়ে সমস্ত ছাত্ররা নিজেদের বিছানায় শুয়ে ছিলেন। রাত্রি ৩ টার সময় রাহুল তার আরেক বন্ধুকে নিয়ে বাথরুমে যান। বাথরুমে যাওয়ার পর থেকে কি ঘটনা ঘটলো তিনি আর বলতে পারেন না। কেন্দ্রীয় সরকারি স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুদি সেক্সনা (Mudit Saxena ) মোবাইল ফোনে জানিয়েছেন, শিক্ষক সৌমেন মুখোপাধ্যায় যে কথাগুলো বলেছেন। একই কথা আমি শুনেছি। P.M. রিপোর্টের জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে মৃত ছাত্রটিকে পাঠানো হয়েছে। মহিষাদল থানার অফিসার -ইন-চার্জ প্রলয় কুমার চন্দ্র জানান , এখনও পর্যন্ত এই ঘটনার কোন লিখিত অভিযোগ জমা পড়েনি। মৃত ছাত্রটির বাড়ি নন্দকুমার থানার শেওড়াবেড়িয়া জালপাই গ্রামে ।বাবার নাম অমল গিরি। অমল বাবুকে প্রশ্ন করা হলে, তিনি কিছুই বলতে পারেন নাই ।কান্নায় ভেঙে পড়েন। পি.এম রিপোর্ট এর উপর তাকিয়ে রয়েছেন অভিযোগ করার বিষয়। একাদশশ্রেণির এই ছাত্রটির মৃত্যুর ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়ায় আবাসিক হোস্টেলের সমস্ত ছাত্রদের মধ্যে চাঞ্চলের সৃষ্টি হয়েছে। অভিভাবকেরা একের পর এক ছুটে আছেন স্কুল চত্বরে । তাদের ছাত্রদেরকে দেখার জন্য।

No comments