চৈতন্যপুর নবতারা ২৭ তম বর্ষের দুর্গাপুজোর থিম "যামিনী রায়"
বাংলার আদিবাসী লোকসমাজের বিভিন্ন বিষয় ছবি হিসেবে ফুটে উঠেছে বিশ্বখ্যাত বাঙালি শিল্পী যামিনী রায়ের রঙ-তুলিতে । সারা জীবনে ২০ হাজারের বেশি ছবি এঁকেছেন তিনি । তাই …
চৈতন্যপুর নবতারা ২৭ তম বর্ষের দুর্গাপুজোর থিম "যামিনী রায়"
বাংলার আদিবাসী লোকসমাজের বিভিন্ন বিষয় ছবি হিসেবে ফুটে উঠেছে বিশ্বখ্যাত বাঙালি শিল্পী যামিনী রায়ের রঙ-তুলিতে । সারা জীবনে ২০ হাজারের বেশি ছবি এঁকেছেন তিনি । তাই "আর্ট মেশিন "নামেও তাঁর পৃথক নামে বিশেষ পরিচিতিও ছিল । এই শিল্প কর্মের কৃতিত্ব স্বরূপ ১৯৫৪ সালে পদ্মভূষণ পুরস্কারে তিনি সম্মানিত হন । এবার হলদিয়ার চৈতন্যপুর নবতারা ২৭ তম বর্ষের দুর্গাপুজোর থিম "যামিনী রায়" । মহিষাদলের শিল্পী চন্দন মাইতি ৬ জন সহ-শিল্পীকে নিয়ে কাপড়ের ওপর যামিনী রায়ের শিল্প ফুটিয়ে তোলার কাজ করে চলেছেন । শিল্পী যামিনী রায় এবং তাঁর কর্মকাণ্ডকে তুলে ধরা হচ্ছে ১০০ লম্বা এবং ১০০ ফুট চওড়া এবং ৫৫ ফুট উচ্চতা বিশিষ্ট মণ্ডপে । বাংলার সাঁওতাল পল্লীর জনজীবন, মা দুর্গার কোলে গণেশের আদর খাওয়া,কৃষ্ণের ননী চুরি যামিনী রায়ের আঁকা সেই সমস্ত ছবিগুলির আদলে এখানে ছবি ফুটিয়ে তোলার কাজ চলছে । এমন ৬০ টি ছবির পাশাপাশি বিভিন্ন মডেলে যামিনী রায়কে দেখা যাবে মণ্ডপে । তাঁরই আঁকা ছবির আদলে নৌকার ওপর মহিলা যাত্রী মডেলে ফুটিয়ে তোলা হচ্ছে । এমন ৬০ টি মডেল বিভিন্ন আঙ্গিকে দেখা যাবে । মণ্ডপ জুড়ে এমন কয়েকশো ছবিতে যামিনী রায় বিশেষভাবে দৃশ্য হবেন । উইকিপিডিয়া বলছে বিশ্বখ্যাত এই শিল্পীর ছবি ৪কোটি,৩২ লাখ টাকায় পযর্ন্ত বিক্রী হয়েছে । তেমন শিল্পীকে এবার তাঁদের পুজোর থিম ভাবনায় তুলে ধরতে পেরে তাঁরা খুশি । নবতারা'র সাধারণ সম্পাদক সোমনাথ ভূঁইয়া জানান,"এবার বিখ্যাত শিল্পী যামিনী রায়কে মণ্ডপ ভাবনায় তুলে ধরতে পেরে আমরা গর্বিত । বিষয়টি শিক্ষণীয়ও বটে ।" শিল্পী চন্দন মাইতি বলেও ফেললেন,"নতুন প্রজন্মের কাছে যামিনী রায়কে চেনানোর তাগিদে যত্নের ছাপ থাকবে মণ্ডপ জুড়ে ।" প্রতিমাও সেজে উঠছে যামিনী আর্টের আদলে ।স্থানীয় ইচ্ছাপুরের শিল্পী তাপস বেরা প্রতিমা তৈরীর কাজ করছেন । এবার তাদের পুজোর বাজেট ২০ লাখ টাকা । চমক থাকছে নবমীতে কুমারী পুজোয় । অভিনব ভাবনায় ২টি ঘোড়ার গাড়ি,১০০খোল-করতাল,ঢাক,ব্যাগ-পাইপার,আদিবাসী নৃত্য ইত্যাদি থাকছে কুমারী পুজোর শোভাযাত্রায় । মণ্ডপ জুড়ে থাকছে রঙিন আলোর রোশনাই । এত কিছুর মধ্যে শিল্পের জৌলুসে যামিনী রায় থাকছেন স্বমহিমায় ।
No comments