Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এগরা ২ ব্লকের পানিপারুল গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ঘিরে বিক্ষোভ

এগরা ২ ব্লকের পানিপারুল গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ঘিরে বিক্ষোভ
 কেন্দ্রীয় প্রতিনিধি দল পর্যবেক্ষণের আগেই বুধবার গভীর রাত পর্যন্ত পঞ্চায়েতের কার্যালয় খোলা এবং বহিরাগতদের আনাগোনা এই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে পঞ্চায়েতের সা…

 




এগরা ২ ব্লকের পানিপারুল গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ঘিরে বিক্ষোভ


 কেন্দ্রীয় প্রতিনিধি দল পর্যবেক্ষণের আগেই বুধবার গভীর রাত পর্যন্ত পঞ্চায়েতের কার্যালয় খোলা এবং বহিরাগতদের আনাগোনা এই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখাল গেরুয়া শিবির। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের পানিপারুল গ্রাম পঞ্চায়েতের ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে এ দিন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি নেতা-কর্মী ও সমর্থকেরা। কার্যত, পানিপারুল গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে রণক্ষেত্রের আকার ধারণ করে। এগরা ২ ব্লকের পূর্ব মন্ডলের সাধারণ সম্পাদক সোমনাথ প্রধান বলেন, "কেন্দ্রীয় প্রতিনিধি দল আসছে বলেই রাতেই এভাবে কাজ হচ্ছে। তাঁরা পঞ্চায়েতে এবং ব্লকে এসে খতিয়ে দেখছেন কোথায় কী দূর্নীতি হয়েছে! এখন ওই দূর্নীতিগুলোকে লোপাট করার জন্য এইরকম রাত জেগে পঞ্চায়েতের স্টাফকে দিয়ে কাজ করানো হচ্ছে। এরমধ্যে পঞ্চায়েত থেকে ব্লক পর্যন্ত সবাই যুক্ত আছেন।" কিন্তু বিজেপির সমস্ত অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসকদল। পানিপারুল গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জিতা প্রধান জানিয়েছেন, "বিজেপির নেতা-কর্মীরা পরিকল্পিতভাবে পঞ্চায়েতের বিভিন্ন কাজে বাধা সৃষ্টি করেছে। গ্রাম পঞ্চায়েতে এসে বিজেপির লোকজন হামলা করে। উনাদের আচরণ খুবই অশালীন। উনারা প্রায়শই মদ্যপান করে পঞ্চায়েতে এসে অহেতুক ঝামেলা সৃষ্টি করে। শুধু এবারে নয়, এর আগে স্বাস্থ্যসাথী, ভাতা'র সময় আমরা সিভিক ভলেন্টিয়ারদের রেখে পঞ্চায়েতে রাত একটা পর্যন্ত কাজ করেছি। পঞ্চায়েতে আমরা কাজটা জনগণের স্বার্থেই করি।" এ বিষয়ে এগরা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ কুমার প্রধান বলেন, "রাতে মদ্যপ অবস্থায় বিজেপির লোকেরা পঞ্চায়েতের স্টাফদের অশ্লীল গালিগালাজ করেছে। পুলিশ অবশ্য পরিস্থিতি স্বাভাবিক করে। স্থানীয় পঞ্চায়েতকে বলেছি তাঁদের বিরুদ্ধে পুলিশের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে।" তবে এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি জানিয়েছেন, "বিডিও'র নির্দেশে রাত্রিবেলায় পঞ্চায়েতে কাজ হচ্ছে। এখানে ফাইল সরিয়ে নেওয়ার কোন প্রশ্ন নেই। বিজেপি সেটাকে অপব্যাখ্যা করছে। বাংলায় তৃণমূল সরকারকে তাঁরা (বিজেপি) কালিমালিপ্ত করার চেষ্টা করছে।"

No comments