চোরেদের জেলে ভরো,মমতা গদি ছাড়ো" কর্মসূচি হলদিয়ায়
দূর্নীতিতে যুক্ত শাসকদলের সকল নেতা মন্ত্রীদের গ্রেপ্তারের দাবিতে ভারতীয় জনতা পার্টির পূর্ব মেদিনীপুর তমলুক সাংগঠনিক জেলার অন্তর্গত মহিষাদল বিধানসভার হলদিয়া গ্রামীন মন্ডল…
চোরেদের জেলে ভরো,মমতা গদি ছাড়ো" কর্মসূচি হলদিয়ায়
দূর্নীতিতে যুক্ত শাসকদলের সকল নেতা মন্ত্রীদের গ্রেপ্তারের দাবিতে ভারতীয় জনতা পার্টির পূর্ব মেদিনীপুর তমলুক সাংগঠনিক জেলার অন্তর্গত মহিষাদল বিধানসভার হলদিয়া গ্রামীন মন্ডল-২ ও যুব মোর্চার উদ্যোগে দ্বারিবেড়্যা মাইলপোস্ট প্রতিবাদ মিছিল করা হয় বৃহস্পতিবার বিকেলে।মিছিলে শতাধিক বিজেপি কর্মী সমর্থকরা অংশগ্রহণ করেন।
উপস্থিত ছিলেন হলদিয়া গ্ৰামীণ-১এর মন্ডল সভাপতি সুব্রত দে,গ্রামীণ-২ মন্ডল সভাপতি অরুন সিমলাই,যুব সভাপতি সৌমিত্র প্রামানিক সহ অনান্য নেতৃত্বরা ৷
No comments