Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পুরসভার চেয়ারম্যানকে জরিমানা হাইকোর্টের

পুরসভার চেয়ারম্যানকে জরিমানা হাইকোর্টের
 নির্দেশ না মানায় এবার কাঁথি পুরসভার চেয়ারম্যানকে এক লক্ষ টাকা জরিমানা করল কলকাতা হাইকোর্ট। নিজের পকেট থেকে জরিমানার টাকা তাঁকে দিতে হবে। নির্দেশ না মানলে চেয়ারম্যানকে জেলে পাঠানোর হুঁশ…

 



 পুরসভার চেয়ারম্যানকে জরিমানা হাইকোর্টের


 নির্দেশ না মানায় এবার কাঁথি পুরসভার চেয়ারম্যানকে এক লক্ষ টাকা জরিমানা করল কলকাতা হাইকোর্ট। নিজের পকেট থেকে জরিমানার টাকা তাঁকে দিতে হবে। নির্দেশ না মানলে চেয়ারম্যানকে জেলে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। কিন্তু কোন ঘটনার প্রেক্ষিতে বিচারপতির এমন নির্দেশ? রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে বৈশাখী মেলার আয়োজন করতে চেয়ে পুরসভার কাছে আবেদন করে প্রভাতকুমার কলেজের ছাত্র ইউনিয়ন। কলেজ মাঠেই মেলা হওয়ার কথা ছিল। কলেজের অধ্যক্ষ থেকে শুরু করে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ


মেলা আয়োজনের অনুমতি দিলেও পুরসভা অনুমতি দেয়নি। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয় ছাত্র ইউনিয়ন। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যর এজলাসে সেই মামলা উঠলে সবপক্ষের বক্তব্য শোনার পর পুরসভাকে মেলা আয়োজনের অনুমতি দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। কিন্তু, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় পুরসভা। ডিভিশন বেঞ্চও সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রাখে। তারপরও পুর চেয়ারম্যান আদালতের নির্দেশ মানেননি বলে অভিযোগ। ফলে চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়। শুক্রবার বিচারপতি ভট্টাচার্যের


এজলাসে সমস্ত বৃত্তান্ত তুলে ধরেন ছাত্র ইউনিয়নের আইনজীবী সৌমেন দত্ত ও শুভম দত্ত। নির্দেশ কেন মানা হয়নি, জানতে চান ক্ষুব্ধ বিচারপতি। কোনও সদুত্তর না মেলায় তিনি নির্দেশে জানান, আগামীদিনে আদালতের কোনও নির্দেশ না মানলে সরাসরি চেয়ারম্যানকে জেলে পাঠানো হবে। এরপরই চেয়ারম্যান সলিল মান্নাকে এক লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেন বিচারপতি। মামলাকারীকে ৩০ আগস্টের মধ্যে জরিমানার অর্থ দিতে হবে তাঁকে। ২ সেপ্টেম্বর ফের শুনানি। নির্দেশ না মানলে ওই দিন তাঁকে জেলে পাঠানোর হুঁশিয়ারি দিয়ে রেখেছেন বিচারপতি।

No comments