Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নাটশাল-দুই অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি কমলাকান্ত মণ্ডলকে থানায় হাজিরা দেওয়ার নোটিশ পাঠাল মহিষাদল থানা

নাটশাল-দুই অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি কমলাকান্ত মণ্ডলকে  থানায় হাজিরা দেওয়ার নোটিশ পাঠাল মহিষাদল থানা

 মহিষাদলের নাটশাল-দুই অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি কমলাকান্ত মণ্ডলকে  থানায় হাজিরা দেওয়ার নোটিশ পাঠাল মহিষাদল থানা । শুক্রবার দু…

 



নাটশাল-দুই অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি কমলাকান্ত মণ্ডলকে  থানায় হাজিরা দেওয়ার নোটিশ পাঠাল মহিষাদল থানা



 মহিষাদলের নাটশাল-দুই অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি কমলাকান্ত মণ্ডলকে  থানায় হাজিরা দেওয়ার নোটিশ পাঠাল মহিষাদল থানা । শুক্রবার দুপুরে তাঁর বাড়িতে গিয়ে পুলিশের তরফে নোটিশ ধরানো হয়েছে । মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি,বিধায়ক তিলক চক্রবর্তী বিরুদ্ধে তোলা কাটমানি নেওয়ার অভিযোগ তুলেছিলেন কমলাকান্ত । নোটিশে তেমন স্পষ্ট উল্লেখ নেই । তবে নোটিশ পাওয়ার ৩ দিনের মধ‍্যে থানার তদন্তকারি অফিসারের সঙ্গে দেখা করার নির্দেশ রয়েছে । কিন্তু কমলাকান্তের অভিযোগ সংক্রান্ত বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছিল । নোটিশটির ইঙ্গিতপূর্ণ বক্তব্যে  সেই বিষয়টি জানান দিচ্ছে । তবে কমলাকান্ত নিজে স্পষ্ট জানান," আমার অভিযোগের ভিত্তিতে শুক্রবার দুপুর একটার সময় আমাকে মহিষাদল থানার পুলিশ  নোটিশ ধরিয়েছে । আমার বিরুদ্ধে ৪টি ধারায় কেস দেওয়া হয়েছে । শুক্রবার সন্ধ‍্যায় ব্লক তৃণমূল সহ-সভাপতি আমেদ আলিকে সঙ্গে নিয়ে থানায় যাচ্ছি ।" মিথ‍্যা অভিযোগ সাজিয়ে বিধায়কের সামাজিক ভাবমূর্তি নষ্ট করার  ষড়যন্ত্র করা হয়েছে । অভিযোগকারির এহেন চক্রান্ত বরদাস্ত করতে নারাজ বিধায়ক তিলক চক্রবর্তী । তিনি বলেন,"কমলাকান্তবাবু পরিকল্পিতভাবে আমার ভাবমূর্তি নষ্ট করার খেলায় মেতেছেন । এই ঘটনার প্রতিবাদে ইতিমধ্যে আমি কলকাতা হাইকোর্টে উনার বিরুদ্ধে মানহানির মামলা করেছি । এবার যা কিছু আইনি পথে লড়াই হবে ।" বিষয়টিতে গুরুত্ব দিয়েছে পুলিশ । হলদিয়ার এসডিপিও রাহুল পাণ্ডে জানান,"আমরা অভিযোগ খতিয়ে দেখতে চাই । তাই কমলাকান্ত মণ্ডলকে তলব করা হয়েছে ।" তবে পুলিশের নোটিশ পেয়েও দমে যেতে নারাজ নাটশাল দুই অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি । শনিবার হলদিয়া আদালতে জামিন নেবেন বলে জানিয়ছেন । কিন্তু পুলিশের জেরা হল না । মামলা গতিবিধি কোন দিকে যাবে । সে সব প্রশ্ন থেকে যায় । তিনি  আদৌ জামিন পাবেন কিনা সেই প্রশ্ন তুলেছেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের একাংশ ।

No comments