Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বামেদের আইন অমান্য কর্মসূচি

বামেদের আইন অমান্য কর্মসূচি 
 সোমবার ৮ ই আগস্ট পূর্ব মেদিনীপুর জেলার অন্যান্য তিনটি মহকুমার পাশাপাশি হলদিয়া মহকুমার কৃষক,শ্রমিক,ক্ষেতমজুর,ছাত্র,যুব,মহিলা সহ অন্যান্য বামপন্থী গণসংগঠন গুলির পক্ষ থেকে মহকুমা শাসকের কাছে আইন অমান্য…

 




 বামেদের আইন অমান্য কর্মসূচি 


 সোমবার ৮ ই আগস্ট পূর্ব মেদিনীপুর জেলার অন্যান্য তিনটি মহকুমার পাশাপাশি হলদিয়া মহকুমার কৃষক,শ্রমিক,ক্ষেতমজুর,ছাত্র,যুব,মহিলা সহ অন্যান্য বামপন্থী গণসংগঠন গুলির পক্ষ থেকে মহকুমা শাসকের কাছে আইন অমান্য কর্মসূচি পালন করা হয়।আবাস যোজনা ও রোগা প্রকল্পে দুর্নীতি,পঞ্চায়েতে লুঠ,হলদিয়া শিল্প নগরীতে তৃণমূলের তোলাবাজি,শ্রমকোড বাতিল সহ এসএসসি ও টেট পরীক্ষাতে কোটি কোটি টাকার দুর্নীতির প্রতিবাদে "চোর ধরো জেল ভরো" কর্মসূচি এবং চোরেদের মূল মাথা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে হলদিয়া মহকুমা শাসকের কাছে এদিন আইন অমান্য কর্মসূচিতে বিভিন্ন বামপন্থী সংগঠনের বহু কর্মী সমর্থক অংশগ্রহণ করেন।উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পরিতোষ পট্টনায়ক,অচিন্ত্য শাসমল,সিআইটিইউ নেতৃত্ব লক্ষীকান্ত সামন্ত,শান্তনু দাস প্রমুখ। হলদিয়ার গিরিশ মোড় থেকে মিছিল শুরু হয়ে সিপিটি মার্কেট থেকে মঞ্জুশ্রী মোড় সংলগ্ন হলদিয়া মহকুমা ভবনের সামনে মিছিল শেষ হয়

No comments