বেহাল রাস্তা সংস্কার করতে তৎপর প্রশাসনহলদিয়া ব্লকের দেভোগ গ্রাম পঞ্চায়েতের কিসমত শিবরামনগর গ্রামের ২৫৪ নম্বর বুথ এলাকায় কিসমত শিবরামনগর ১ নম্বর প্রাথমিক বিদ্যালয় এর সামনে একটি কংক্রিটের রাস্তা বেহাল অবস্থায় পড়েছিল। স্থানীয়…
বেহাল রাস্তা সংস্কার করতে তৎপর প্রশাসন
হলদিয়া ব্লকের দেভোগ গ্রাম পঞ্চায়েতের কিসমত শিবরামনগর গ্রামের ২৫৪ নম্বর বুথ এলাকায় কিসমত শিবরামনগর ১ নম্বর প্রাথমিক বিদ্যালয় এর সামনে একটি কংক্রিটের রাস্তা বেহাল অবস্থায় পড়েছিল। স্থানীয় বাসিন্দা এবং স্কুলের শিক্ষক-শিক্ষিকা রাস্তা সারাইয়ের দাবি তুলেছিলেন। হলদিয়া পঞ্চায়েত সমিতি সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জয় দাস পঞ্চায়েত সমিতির সভাপতি সুব্রত হাজরা নজরে আসতেই তৎপর হয়ে ওঠে প্রশাসন। এলাকার দাবি মেনে দেভোগ গ্রাম পঞ্চায়েতের প্রধান এর উদ্যোগে অঞ্চলের ফান্ডের ৩ লক্ষ টাকা ব্যায়ে নতুন করে রাস্তা তৈরিকাজ শুরু হয়েছে। এবং পুকুর পাড় বাঁধানো হচ্ছে।দীর্ঘদিন পর রাস্তা সংস্কার করায় খুশি এলাকাবাসী।
No comments