Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সন্ধ্যা নামলেই কালো ধোঁয়ায় ভর্তি হয়ে যায়

সন্ধ্যা নামলেই কালো ধোঁয়ায় ভর্তি হয়ে যায়
প্রদীপ কুমার মাইতি- এগরা-সন্ধ্যা নামলেই কালো ধোঁয়ায় ভর্তি হয়ে যায়। দূর থেকে দেখে আপনিও অবাক হবেন।  কিন্তু কিসের ধোয়া ? পুরো ধোঁয়াময়। পরিবেশে বাড়ছে কার্বনডাইঅক্সাইড, কমছে অক্সিজে…

 



সন্ধ্যা নামলেই কালো ধোঁয়ায় ভর্তি হয়ে যায়


প্রদীপ কুমার মাইতি- এগরা-সন্ধ্যা নামলেই কালো ধোঁয়ায় ভর্তি হয়ে যায়। দূর থেকে দেখে আপনিও অবাক হবেন।  কিন্তু কিসের ধোয়া ? পুরো ধোঁয়াময়। পরিবেশে বাড়ছে কার্বনডাইঅক্সাইড, কমছে অক্সিজেন। অভিযোগ, স্থানীয়  প্রশাসন নিশ্চুপ নীরব দর্শক। পূর্ব মেদিনীপুর জেলার খোদ এগরার ঘটনা। বায়ু দূষণ মাত্রাতিরিক্ত বেড়েই চলেছে। ঘাটতি ঘটছে অক্সিজেনের। দূষণ একেবারেই লাগামহীন। অনেকেই মানুষের সচেতনতার অভাবকেই দায়ী করেছেন। এগরার বিস্তীর্ণ এলাকাজুড়ে হয়েছে বাদাম চাষ। অভিযোগ, বাদাম তোলা হলেও চাষিরা মাঠেই বাদামের নেড়া পোড়াচ্ছে। এর ফলে  গোটা এলাকা ঘন কালো ধোঁয়ায় ভরে যাচ্ছে। বায়ুমণ্ডলের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। পাশাপাশি দুষিত হচেছ পরিবেশও। তাপমাত্রাও ক্রমশ বেড়েই চলেছে। গ্লোবাল ওয়ার্মিং এর  জলজ্যান্ত উদাহরণ আমাদের চারপাশে ঘটে চলেছে। হেলদোল নেই প্রশাসনের।

No comments