রক্ত সংকট মেটাতে উদ্যোগী হলেন পূর্ব মেদিনীপুর জেলার এগরা-২ ব্লকের ক্লাব 'অভিনন্দন'
শনিবার সকালে গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে উদ্যোগী হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা-২ ব্লকের ক্লাব 'অভিনন্দন'। ক্লাব সংগঠন প্রতিব…
![]() |
রক্ত সংকট মেটাতে উদ্যোগী হলেন পূর্ব মেদিনীপুর জেলার এগরা-২ ব্লকের ক্লাব 'অভিনন্দন'
শনিবার সকালে গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে উদ্যোগী হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা-২ ব্লকের ক্লাব 'অভিনন্দন'। ক্লাব সংগঠন প্রতিবছরই বলা যায় সারা বছর তাদের নানান সামাজিক কাজের মধ্যে দিয়ে নিজেদের ছাপ ছেড়ে যায় প্রতি মুহূর্তে নানান কর্মকাণ্ডের মধ্য দিয়ে সমাজের মানুষের পাশে দাঁড়ান তারা। এই তিন অবতার অনুভূত হয়নি প্রত্যেক বছরের ন্যায় এ বছরও রক্তদাতাদের নিয়ে সংঘটিত হলো এক বিরাট রক্তদান উৎসব। ক্লাব অভিনন্দন এর সম্পাদক গণেশ চন্দ্র সাউ ও সভাপতি মন্টুচরণ বারিক, কণককান্তি ভট্টাচার্যরা জানিয়েছেন, দোঁবাধি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হলো এই স্বেচ্ছায় রক্তদান উৎসব । শুধু এলাকার নয় এলাকার বাইরে থেকেও বহু মানুষ এই দিনেই রক্তদান উৎসবের রক্তদান করতে এসেছিলেন। এ দিন ৫০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। পাশাপাশি স্থানীয় এলাকার স্বাস্থ্যকর্মী ও কোভিড যোদ্ধাদের সংবর্ধনাও দেওয়া হয়। উপস্থিত ছিলেন মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের প্রধান পূর্ণিমা মাইতি, উপ-প্রধান প্রকাশ রায়চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী সন্দীপ পাত্র প্রমুখ । এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের নানান স্তরের বিশিষ্টজনেরা।
No comments