পারিবারিক বিবাদের জেরে দাদার হাতে ভাই খুন
জায়গা জমি ও পারিবারিক বিবাদের জেরে দাদার হাতে খুন হন ভাই। ঘটনার জেরে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার তপছিবাড় এলাকায়। এই ঘটনার জেরে এলাকায় যথেষ্ট শ…
পারিবারিক বিবাদের জেরে দাদার হাতে ভাই খুন
জায়গা জমি ও পারিবারিক বিবাদের জেরে দাদার হাতে খুন হন ভাই। ঘটনার জেরে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার তপছিবাড় এলাকায়। এই ঘটনার জেরে এলাকায় যথেষ্ট শোরগোল পড়ে খেয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জায়গা-জমি বিষয় সংক্রান্ত নিয়ে পারিবারিক বিবাদ লেগেই থাকত বলে অভিযোগ। বিবাদ ক্রমশ চরম শিখরে উঠে।আর তারই জেরে দাদার হাতে খুন হলো নিজের ভাই। অভিযোগ ভোজালি দিয়ে কুপিয়ে খুন করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পটাশপুর থানার পুলিশ। অভিযুক্ত দাদাকে পুলিশ আটক করেছে। পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত শেক হীরা (৩৫) বাড়ি পটাশপুর থানার তুপছিবাড় গ্রামে। স্থানীয় ও পুলিশ সূত্রের খবর এদিন রাত প্রায় সাতটা নাগাদ অভিযুক্ত শেক হীরা তার ভাই শেক মতি কে (২৫)কে গলায় একাধিকবার ভজালি দিয়ে কোপ মারে বলে অভিযোগ। এর পরেই ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা গিয়ে অভিযুক্তকে থানায় নিয়ে আসে। এই ঘটনায় অভিযুক্ত সেক হীরাকে আটক করা হয়েছে বলে দাবি পুলিশের। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে পুলিশ একাধিক ধারায় খুনের মামলা রুজু করেছে। তবে স্থানীয়দের দাবি এরকম ঘটনা প্রথমবার ঘটলো তুপছিবাড় এলাকায়।
No comments