Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রথের মেলাতে সরকারি জমিতে বিপুল পরিমাণ টাকা নিয়ে স্টল বসানোর অভিযোগ

রথের মেলাতে সরকারি জমিতে বিপুল পরিমাণ টাকা নিয়ে স্টল বসানোর অভিযোগ  রাজবাড়ি চত্বরে ছোলাবাড়ি ময়দানে দোকান বসাকে কেন্দ্র করে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় কয়েকজন যুবক রাজবাড়ি এলাকার সরকারি জমিতে বিপুল পরিমাণ টাকা নিয়ে স্টল বস…

 




রথের মেলাতে সরকারি জমিতে বিপুল পরিমাণ টাকা নিয়ে স্টল বসানোর অভিযোগ 

 রাজবাড়ি চত্বরে ছোলাবাড়ি ময়দানে দোকান বসাকে কেন্দ্র করে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় কয়েকজন যুবক রাজবাড়ি এলাকার সরকারি জমিতে বিপুল পরিমাণ টাকা নিয়ে স্টল বসানোর অভিযোগ তুলেছেন তৃণমূল বিধায়ক তিলকবাবুর বিরুদ্ধে। অভিযোগ, সরকারি জমি ভাড়া খাটিয়ে তিলকবাবু ও তাঁর কলকাতাস্থ রাজু নামে এক আত্মীয় ব্যক্তিগতভাবে  সেই টাকা আত্মসাৎ করছেন। এছাড়া রাজবাড়ির অংশে যে জমি সেখানেও মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে টাকা আত্মসাৎ করছেন। তিলকবাবু অভিযোগকারী যুবকদের বলেছেন, জেলাশাসকের নির্দেশে রাজু নামে ওই ব্যক্তিকে জমি মেলার জন্য লিজে দেওয়া হয়েছে। প্রতি স্কয়ার ফুট জমি এক হাজার টাকায় লিজ দেওয়া হয়েছে মেলার জন্য। তাঁরা জেলাশাসকের কাছে অভিযোগ করেছেন। জেলাশাসক পূর্ণেন্দু মাজি বলেন, তিনি অভিযোগ পেয়েই হলদিয়ার মহকুমাশাসককে তদন্তের নির্দেশ দিয়েছেন। কোন জমি সরকারের এবং সেখানে কীভাবে ব্যবসা করা হচ্ছে। এবিষয়ে রিপোর্ট এলে কড়া পদক্ষেপ করা হবে বলে জানান জেলাশাসক। তিলকবাবু বলেন, দোকান বসানোর বিষয়টি রাজবাড়ি দেখে। বিজেপি কুৎসা করার জন্য রথের আগে এই অপপ্রচার করছে।

No comments