Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ছত্তিশগড়ে ক্যারেটা চ্যাম্পিয়ানশিপে সুযোগ হলদিয়ার পাঁচ পড়ুয়ার

ছত্তিশগড়ে ক্যারেটা চ্যাম্পিয়ানশিপে সুযোগ হলদিয়ার পাঁচ পড়ুয়ার- ছত্তিশগড় অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং ক্যারেটা অ্যাসোসিয়েশনের উদ্যোগে অল ইন্ডিয়া ক্যারেটা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে বিলাসপুরের বহতারাল ইনডোর স্টেডিয়ামে।আগাম…

 




ছত্তিশগড়ে ক্যারেটা চ্যাম্পিয়ানশিপে সুযোগ হলদিয়ার পাঁচ পড়ুয়ার

- ছত্তিশগড় অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং ক্যারেটা অ্যাসোসিয়েশনের উদ্যোগে অল ইন্ডিয়া ক্যারেটা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে বিলাসপুরের বহতারাল ইনডোর স্টেডিয়ামে।

আগামী ১৫ ও ১৬ জুলাই এই প্রতিযোগিতায় এরাজ্যের বিভিন্ন জেলার মোট ১৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে।পূর্ব মেদিনীপুর থেকে অংশগ্রহণ করছে পাঁচ জন পড়ুয়া।তাদের মধ্যে রয়েছে তিনজন ছাত্র ও দু'জন ছাত্রী।

অঙ্কিত দাস অধিকারী,সায়ন দাস,ত্রিদিপ কুমার দোলই,উমা পতি ও সঞ্চিতা সামন্ত।প্রত্যেকেই কাতা ও কুমিতে এই দুই ইভেন্টে অংশগ্রহণ করবে।

প্রশিক্ষক নাড়ুগোপাল কামিলা বলেন ছাত্রদের পাশাপাশি ছাত্রীরাও যাতে আত্মরক্ষায় সক্ষম হতে পারে সেজন্য ক্যারেটা প্রশিক্ষণের প্রয়োজন,শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে ব্যস্ত পড়ুয়ারা।এদের মধ্যে বেশিরভাগ পড়ুয়া আর্থিক ভাবে পিছিয়ে রয়েছে।তাদের সাহায্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন হলদিয়ার বিধায়িকা।

No comments