Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গ্ৰামীনস্তরের মহিলাদের টেলারিং মেশিন প্রদান

গ্ৰামীনস্তরের মহিলাদের টেলারিং মেশিন প্রদান হলদিয়ায় গ্ৰামীনস্তরের মহিলাদের হাতে টেলারিং মেশিন তুলে দেওয়া হল।নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ ও হলদিয়া অভ্যুদয় সংস্থার যৌথ উদ্যোগে হলদিয়া বিধানসভার সুতাহাটা ব্লক এবং …

 

 



 গ্ৰামীনস্তরের মহিলাদের টেলারিং মেশিন প্রদান

 হলদিয়ায় গ্ৰামীনস্তরের মহিলাদের হাতে টেলারিং মেশিন তুলে দেওয়া হল।নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ ও হলদিয়া অভ্যুদয় সংস্থার যৌথ উদ্যোগে হলদিয়া বিধানসভার সুতাহাটা ব্লক এবং মহিষাদল বিধানসভার হলদিয়া ও মহিষাদল ব্লকের মোট ২৫ জন মহিলার হাতে টেলারিং মেশিন সহ সেলাই-এর বিভিন্ন সরঞ্জাম প্রদান করা হয়।এজন্য সামাজিক উন্নয়ন কর্মসূচি বা সিএসআর প্রকল্প থেকে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা করেছে হলদিয়ার ইন্দোরামা ইণ্ডিয়া শিল্প সংস্থা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার পুরপ্রধান সুধাংশু মন্ডল,পৌর পারিষদ স্বপন নস্কর, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের স্বামী পবিত্রচিত্তানন্দজি মহারাজ,ইন্দোরামার আধিকারিক প্রকাশ ভৌমিক,অভ্যুদয়ের সম্পাদক প্রণব বেরা প্রমুখ।

এর আগে ওই ২৫ জন মহিলাকে ছয় মাসের টেলারিং ট্রেনিং দেওয়া হয়েছে।ট্রেনিং প্রশিক্ষক চিত্তরঞ্জন ভৌমিক বলেন এর ফলে গ্ৰাম্য এলাকায় পোষাক সেলাই করে ওরা স্বনির্ভর হতে পারবে।

এদিন হলদিয়া পৌরসভার আর্থিক সহায়তায় হলদিয়ার দেউলপোতায় স্বামী সারদানন্দ ব্লক-এর আবাসিক প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন হলদিয়া পৌরসভার পুরপ্রধান সুধাংশু মন্ডল সহ অন্যান্যরা।২২০০ স্কয়ারফিট জায়গার ওপর এই ভবন গড়ার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছিল ১৫ লক্ষ টাকা।ওই ভবনে আবাসিক পড়ুয়ারা বিভিন্ন ট্রেনিং নিতে পারবে।

No comments