Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তীব্র ঘূর্ণিঝড় থেকে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে সে। ক্রমশ কন্দ্র উপকূলের দিকে এগোচ্ছে জানালো আবহাওয়া দপ্তর

তীব্র ঘূর্ণিঝড় থেকে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে সে। ক্রমশ কন্দ্র উপকূলের দিকে এগোচ্ছে জানালো আবহাওয়া দপ্তর
শক্তি হারিয়েছে অশনি। তীব্র ঘূর্ণিঝড় থেকে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে সে। ক্রমশ কন্দ্র উপকূলের দিকে এগোচ্ছে জানালো…

 



তীব্র ঘূর্ণিঝড় থেকে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে সে। ক্রমশ কন্দ্র উপকূলের দিকে এগোচ্ছে জানালো আবহাওয়া দপ্তর


শক্তি হারিয়েছে অশনি। তীব্র ঘূর্ণিঝড় থেকে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে সে। ক্রমশ কন্দ্র উপকূলের দিকে এগোচ্ছে জানালো আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী খানিকটা উত্তরের দিকে ঘোরা শুরু করেছে অন্ধ্র উপকূলে ফলে ল্যান্ডফলের আপাতত কোনো সম্ভাবনা নেই। ঘন্টায় ৯৫কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে উপকূলে। এদিকে হরতালের প্রভাবে পশ্চিমবঙ্গের বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে। উত্তর দক্ষিণ 24 পরগনা 2 মেদিনীপুর হাওড়া হুগলি জেলায় বৃষ্টি হচ্ছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও বা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সকাল থেকেই শান্ত সমুদ্র ও মনোরম পরিবেশ লক্ষ্য করা যায়। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যেসকল পর্যটক ছিলেন তারা অশনি সংকেত পেয়ে ধীরে হাঁটতে শুরু করেছিলেন গতকাল থেকেই। ছবিটা বদলে যায় সমুদ্র শান্ত থাকায় শুরু করেন পর্যটকরা, পুলিশ প্রশাসন।

এক সিভিল ডিফেন্স কর্মী বলেন আমরা প্রথম থেকেই মাইকেল করছিলাম যাতে সমুদ্রের কেউ না নামেন, পাশাপাশি লাইফ জ্যাকেট প্রয়োজন রয়েছে তবে এসবের পরেও প্রচুর পর্যটক নির্দেশ অমান্য করে সমুদ্রের নামছেন। ওরা বারবার বলছে সমুদ্রের নামবেন না যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।

তবে এক পর্যটক করেন না পেরু খুব মন খারাপ করছে প্রচুর মানুষ আশা নিয়ে এসেছেন এখানে কিছুই হচ্ছে না কিছু ভালো লাগছেনা।

এদিকে ঘূর্ণি ঝড়ের দাপটে অন্ধ্রপ্রদেশের এবং উড়িষ্যায় রাত থেকেই আমি খুব ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোন রকম দুর্ঘটনা ঘটাতে বিশাখাপত্তনম বন্দর ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। বিশাখাপত্তনাম বন্দরের দিরেক্টর শ্রীনিবাস জানিয়েছেন ওড়ান সংস্থা ইন্ডিগো ইতিমধ্যেই আসা-যাওয়ার মিলিয়ে তেইশটি বিমান বাতিল করেছে।

এমনকি এয়ার এশিয়ার বাতিল করেছে আজকের জন্য।

No comments