Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পরাণচক শিক্ষানিকেতন-এর(প্রতিষ্ঠা : ১১ জানুয়ারি ১৯০৭)

পরাণচক শিক্ষানিকেতন-এর(প্রতিষ্ঠা : ১১ জানুয়ারি ১৯০৭) স্কুলের বর্তমান প্রধান শিক্ষক প্রাননাথ শেঠ স্মৃতিচারণ করেন আমার শৈশব কৈশোরের চারণভূমি, আমার স্বপ্ন ও স্বপ্ন-পূরণের তীর্থক্ষেত্র - পরাণচক শিক্ষানিকেতন-এর আজ(প্রতিষ্ঠা : ১১ জানু…


পরাণচক শিক্ষানিকেতন-এর(প্রতিষ্ঠা : ১১ জানুয়ারি ১৯০৭) 

স্কুলের বর্তমান প্রধান শিক্ষক প্রাননাথ শেঠ স্মৃতিচারণ করেন আমার শৈশব কৈশোরের চারণভূমি, আমার স্বপ্ন ও স্বপ্ন-পূরণের তীর্থক্ষেত্র - পরাণচক শিক্ষানিকেতন-এর আজ(প্রতিষ্ঠা : ১১ জানুয়ারি ১৯০৭) জন্মদিন। একদিন ছিলাম যে বিদ্যালয়ের(পুরাতন বিদ্যালয় ভবন) ছাত্র, আজ সেই বিদ্যালয়ের(বর্তমান বিদ্যালয় ভবন) প্রধান শিক্ষক হিসাবে কর্মরত থাকতে পেরে গর্বিত।

বিদ্যালয়ের শুভ জন্মদিনে - প্রাক্তন ও বর্তমান  সমস্ত ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মী এবং অভিভাবকদের জানাই  আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। চিত্র ঋণ- শ্রীমান সুকমল প্রধান (প্রাক্তন ছাত্র) এবং সম্মানীয় শ্রী সনোজ চক্রবর্তী (বর্তমান শিক্ষক)।

            

No comments