Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

May 24, 2025

Weather Location

Breaking News:

অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং এপ্রিল মাসের ভাতা না পাওয়ার দাবিতে বুধবার ব্লকের বিডিও ও সিডিপিও-কে স্বারকলিপি

অস্বাভাবিক  মূল্যবৃদ্ধি এবং এপ্রিল মাসের ভাতা না পাওয়ার দাবিতে বুধবার ব্লকের বিডিও ও সিডিপিও-কে স্বারকলিপি
গত মার্চ মাস থেকে অদ্যাবধি ডিম-সব্জি, জ্বালানির অস্বাভাবিক  মূল্যবৃদ্ধি এবং এপ্রিল মাসের ভাতা না পাওয়ার দাবিতে বুধবার ব্লকে…

 



অস্বাভাবিক  মূল্যবৃদ্ধি এবং এপ্রিল মাসের ভাতা না পাওয়ার দাবিতে বুধবার ব্লকের বিডিও ও সিডিপিও-কে স্বারকলিপি


গত মার্চ মাস থেকে অদ্যাবধি ডিম-সব্জি, জ্বালানির অস্বাভাবিক  মূল্যবৃদ্ধি এবং এপ্রিল মাসের ভাতা না পাওয়ার দাবিতে বুধবার ব্লকের বিডিও ও সিডিপিও-কে স্বারকলিপি দিল এগরা-২ ব্লক অঙ্গনওয়াড়ী ওয়ারকার্স এন্ড অঙ্গনওয়াড়ী হেল্পার্স এসোসিয়েশন। এগরা-২ ব্লক সংগঠনের তরফে দাবি করা হয়েছে, এপ্রিল মাসের ভাতা না পাওয়ার কারণে অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকাদের পক্ষ থেকে এলাকার গর্ভবতী ও প্রসূতি মা এবং শিশুদের রান্না করা খাদ্য প্রদান করা সম্ভব হচ্ছে না। গত ২৯ এপ্রিল এগরা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ কুমার প্রধানকে এ বিষয়ে জানিয়েও কোন সুরাহা মেলেনি। কিন্তু অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকাদের বকেয়া টাকা না দিলে রান্না করা খাদ্য প্রদান বন্ধ করতে তাঁরা বাধ্য হবেন। তবে এগরা-২ ব্লকের বিডিও কৌশিষ রায় জানিয়েছেন, স্মারকলিপি পেয়েছি। বিষয়টি উর্ধ্বতন কতৃপক্ষকে জানানো হবে। উপস্থিত ছিলেন ঝর্ণা মাইতি, ভাগ্যলক্ষী জানা, গীতিকা শতপথি, রীণা পন্ডিত, আরতি সামা, সবিতা আচার্য, মণীষা করমহাপাত্র প্রমুখ সংগঠনের তরফে উপস্থিত ছিলেন।

No comments