Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ময়নার চিরঞ্জীব পুরে বেআইনি মাছের ঝিল খনন? অনিচ্ছুক কৃষকদের বিক্ষোভ অবস্থান অবিলম্বে ঝিল বন্ধের আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে স্মারকলিপি

ময়নার চিরঞ্জীব পুরে  বেআইনি মাছের ঝিল খনন? অনিচ্ছুক কৃষকদের বিক্ষোভ অবস্থান অবিলম্বে ঝিল বন্ধের আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে স্মারকলিপি

তমলুক মহকুমার অন্তর্গত ময়না থানার চিরঞ্জীবপুর মৌজায় প্রায় সাড়ে ৩০০ বিঘা জমিতে এক বেআইনি …

 


ময়নার চিরঞ্জীব পুরে  বেআইনি মাছের ঝিল খনন? অনিচ্ছুক কৃষকদের বিক্ষোভ অবস্থান অবিলম্বে ঝিল বন্ধের আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে স্মারকলিপি



তমলুক মহকুমার অন্তর্গত ময়না থানার চিরঞ্জীবপুর মৌজায় প্রায় সাড়ে ৩০০ বিঘা জমিতে এক বেআইনি মাছের ঝিল খনন হচ্ছে। এবং ওই জমির মাটি অবাধে বিক্রি হচ্ছে বলে অভিযোগ। অন্যদিকে ঝিল তৈরিতে অনিচ্ছুক কৃষকরা গতকাল থেকে মাঠে পরিবারের সবাইকে নিয়ে বিক্ষোভ অবস্থান কর্মসূচিতে সামিল হয়েছে। কলাগাছিয়ার বাসিন্দা জনৈক নন্দ মন্ডল নামে এক ঝিল মালিক কিছু ইচ্ছুক বড় চাষীর সহযোগিতায় ওই ঝিল খনন করছে। এ ব্যাপারে অনিচ্ছুক কৃষকরা চিরঞ্জীবপুর মাছের ঝিল বিরোধী কৃষক সংগ্রাম কমিটি গঠন করে ২৬ এপ্রিল জেলা- মহকুমা ও ব্লক প্রশাসনের কাছে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো পদক্ষেপ গ্রহণ না করায় অনিচ্ছুক কৃষকরা এই কর্মসূচি নিতে বাধ্য হয়েছে বলে জানান ওই কমিটি সম্পাদক মন্টু জানা। অপরদিকে তমলুক মহকুমা মাছের ঝিল বিরোধী কৃষক সংগ্রাম কমিটির পক্ষ থেকে অবিলম্বে দোফসলী কৃষিজমিতে ঝিল খনন বন্ধ সহ মাটি বিক্রি বন্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে আজ জেলাশাসক, জেলা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের  আধিকারিক, এস.পি.কে স্মারকলিপি দেওয়া হয়েছে। কমিটির উপদেষ্টা নারায়ণ চন্দ্র নায়ক অভিযোগ করেন, শুধু ময়না নয় - মহকুমার বিভিন্ন প্রান্তে কৃষকদের দাবিকে তোয়াক্কা না করেই ঝিল মালিকরা বেআইনিভাবে ঝিল খনন করছে। ফলস্বরূপ বর্ষায় এলাকার জলনিকাশী সমস্যা তীব্র থেকে তীব্রতর হবে। অবিলম্বে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়েছে স্মারকলিপিতে।

No comments