রূপনারায়ন নদীর জলে স্নান করতে গিয়ে তলিয়ে গেল সবজি ব্যাসায়ী। ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/WmIWOYHXgxo
আজ বুদ্ধপূর্ণিমার জোয়ারের তীব্র জলেরগতিতে রূপনারায়ণ নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল গেঁওখালি সবজি বাজারের বাসি…
রূপনারায়ন নদীর জলে স্নান করতে গিয়ে তলিয়ে গেল সবজি ব্যাসায়ী।
ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/WmIWOYHXgxo
আজ বুদ্ধপূর্ণিমার জোয়ারের তীব্র জলেরগতিতে রূপনারায়ণ নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল গেঁওখালি সবজি বাজারের বাসিন্দা নন্দুলাল ভকত বয়স( ৮০)। তার বাড়ি বাজার এলাকায় নাটশাল গ্রাম পঞ্চায়েত অফিসের কাছে। এ দিনের ঘটনায় মহিষাদল পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধক্ষ্য শিবপ্রসাদ বেরা বলেন।
পূর্ণিমার জোয়ারের টান থাকার ফলেই বৃদ্ধ জলে তলিয়ে গেছে। স্থানীয় মৎস্যজীবীরা তার খোঁজ চালানোহচ্ছে।
No comments