Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রবীপ্রণাম -মনোজিৎ দাস

রবীপ্রণাম -মনোজিৎ দাস
আমার নি: সঙ্গ হাত দুটোতোমার চরণ তলে রাখিতোমারই গাণ গেয়ে যাইসকল সন্ধ্যা যখন একা থাকি।।
আমি শুনতে পাই গভীর শঙ্খনিনাদের -সঙ্গীতের প্রতিধ্বনি কোনায় কোনায়।কিছু নোংরা হাত ও স্পর্শ করে তোমাকে,তখন অবাধ্য মাংসপিণ্ড …

 





রবীপ্রণাম -মনোজিৎ দাস


আমার নি: সঙ্গ হাত দুটো

তোমার চরণ তলে রাখি

তোমারই গাণ গেয়ে যাই

সকল সন্ধ্যা যখন একা থাকি।।


আমি শুনতে পাই গভীর শঙ্খ

নিনাদের -

সঙ্গীতের প্রতিধ্বনি কোনায় কোনায়।

কিছু নোংরা হাত ও স্পর্শ করে তোমাকে,

তখন অবাধ্য মাংসপিণ্ড লাল হয়ে ওঠে।।


বসন্ত প্রভাতে শুভ্র রজনীগন্ধা

ছড়িয়ে পড়ে তোমার চরণ তলে এসে,

আমার স্পর্শকাতর হাত দু ' টো তোমাকে ছুঁয়ে যায় বসন্ত বাতাসে।।


প্রতিটি মুহূর্তের  একটা উদ্দেশ্য থাকে :

তোমার অনন্য সৃষ্টি আমাকে অনুপ্রাণিত করে,

স্মৃতি বন্ধনে ধরে রাখি সেচ খালের মত।।


তোমার গানে, কবিতায়, গ্রন্থনায় কি অদ্ভুত মূর্ছনা।

হে গুরুদেব, প্রাণের ঠাকুর, রবীঠাকুর -

তোমার জন্মদিনে, বাতাসের ধূলিকনা উচ্ছাসিত।।


দিনাবসানের শেষ আলো

আমাকে বিস্মিত করে।

চিরদিন যেন তোমার পদধ্বনি

শুনতে পাই,

" ফুল খেলবার দিন নয় আজ 

ধ্বংসের মুখোমুখি আমরা"

তোমারই কথায় শেষ করি আজ :

" শূন্য ঝুলি আজিকে আমার,

দিয়েছি উজাড় করি

যাহা কিছু আছিল দিবার,

প্রতিদানে যদি কিছু পাই

কিছু স্নেহ, কিছু ক্ষমা

তবে তাহা সংগে নিয়ে যাই

পারের খেয়ায় যাব যবে

ভাষাহীন শেষের উৎসবে "।।

No comments