Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শিল্প শহরে তিন দিনের ৪৩ তম টেবিল টেনিস টুর্নামেন্ট উদ্বোধনে- ডেপুটি চেয়ারম্যান একে মেহরা

শিল্প শহরে তিন দিনের টেবিল টেনিস টুর্নামেন্ট উদ্বোধনে- ডেপুটি চেয়ারম্যান একে মেহরা

পূর্ব মেদিনীপুর জেলা শিল্প শহর বন্দর গেস্ট হাউস চলতি মাসে  ৩০ ও ৩১ এবং জুন মাসের ১ তারিখ ২০২২, এই তিন দিন ধরে সারা ভারত মেজর পোর্টের টেবিল টেনিস ট…

 




শিল্প শহরে তিন দিনের টেবিল টেনিস টুর্নামেন্ট উদ্বোধনে- ডেপুটি চেয়ারম্যান একে মেহরা



পূর্ব মেদিনীপুর জেলা শিল্প শহর বন্দর গেস্ট হাউস চলতি মাসে  ৩০ ও ৩১ এবং জুন মাসের ১ তারিখ ২০২২, এই তিন দিন ধরে সারা ভারত মেজর পোর্টের টেবিল টেনিস টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্টের উদ্বোধন করেন হলদিয়া বন্দরের ডেপুটি চেয়ারম্যান শ্রী অমল কুমার মেহেরা। ৩০ মে সোমবার  সকাল ৯ টায় হলদিয়া বন্দরের গেস্ট হাউস টেবিল টেনিস  টুর্নামেন্টের উদ্বোধন হয়। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিভিন্ন বন্দর পোর্ট যেমন মুম্বাই পোর্ট, বিশাখাপত্তনম পোর্ট, চেন্নাই পোর্ট, জহরলাল নেহেরু পোর্ট, দীনদয়াল পোর্ট ও শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট, কলকাতা এতে অংশগ্রহণ করছে। উদ্বোধন করে বন্দরের ডেপুটি চেয়ারম্যান এ কে মেহরা বলেন দীর্ঘ দুই বছর কোভিড কাটিয়ে আমরা উঠেছি আমাদের বন্দরের সঙ্গে যুক্ত যারা খেলোয়াড় বিভিন্ন ইভেন্টে যুক্ত আছে সেই সকল ইভেন্টগুলো বেছে বেছেই আমরা এই খেলা  গুলো করে থাকি। ৩০ জুন থেকে ১ লা জুন পর্যন্ত এই তিনদিন খেলা চলবে । সারা ভারতবর্ষের বিভিন্ন বন্দর থেকে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন প্রায় ৪০ জন। আজ হলদিয়া বন্দরে বিভিন্ন আধিকারিক খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। উপস্থিত ছিলেন কলকাতা হলদিয়া পোর্ট শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরের ডেপুটি চেয়ারম্যান এ কে মেহরা বন্দরের জেনারেল ম্যানেজার প্রভীন কুমার দাস প্রমূখ।

No comments