Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মন্দিরে পুজো দিয়ে চলল জনসংযোগ

মন্দিরে পুজো দিয়ে চলল জনসংযোগ প্রদীপ কুমার মাইতিঃ কাঁথি- সাতসকালে প্রত্যন্ত গ্রামাঞ্চলে মন্দিরে পুজো দিয়ে চলল জনসংযোগ। আর তাকে ঘিরে চলল যাগযজ্ঞ, হরিনাম সংকীর্তন। সঙ্গে অন্নভোগ বিতরণ। সেখানে অংশ নিলেন স্থানীয় পাঁচটি গ্রামের কয়েক হ…

 



মন্দিরে পুজো দিয়ে চলল জনসংযোগ

 প্রদীপ কুমার মাইতিঃ কাঁথি- সাতসকালে প্রত্যন্ত গ্রামাঞ্চলে মন্দিরে পুজো দিয়ে চলল জনসংযোগ। আর তাকে ঘিরে চলল যাগযজ্ঞ, হরিনাম সংকীর্তন। সঙ্গে অন্নভোগ বিতরণ। সেখানে অংশ নিলেন স্থানীয় পাঁচটি গ্রামের কয়েক হাজার মানুষ। সঙ্গে ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি। সোমবার সকালে ছিল এগরা-১ ব্লকের পাঁচরোলে জনসংযোগ যাত্রা। এ দিন এগরা-১ ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ মানসী দে নেতৃত্বে নারী শক্তি প্রদর্শনের মাধ্যমে চলে অভিনব আয়োজন। পাঁচরোলে তিনটি মন্দিরে পুজোপাঠের মধ্য দিয়ে দিনভর চলে জনসংযোগ। সকাল থেকে শুরু হয় যাগযজ্ঞ। নানা রকম বাজনা সহকারে অনুষ্ঠান শুরু হয়। নাম সংকীর্তনে একাধিক দল অংশ নেয়। সেখানে অন্নভোগ দেওয়া হয়। পুজো শেষে বসিয়ে খাওয়ানো হয় সেই অন্নভোগ। সেখানে পাঁচরোল অঞ্চলের পাঁচটি গ্রামের বাসিন্দারা অংশ নিয়েছিলেন। তবে শাসকদলের এমন অভিনব আয়োজন দেখে বিজেপির কটাক্ষ, "এটা পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের শক্তি প্রদর্শন ছাড়া আর কিছু নয়। কর্মী - নেতারা দুর্নীতিতে এতটাই জড়িয়ে পড়েছে, যাগযজ্ঞ করে মুক্তি পেতে চাইছে তৃণমূল।" এগরার তৃণমূল বিধায়ক তরুণ কুমার মাইতির অবশ্য দাবি, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসংযোগ কর্মসূচির নির্দেশ দিয়েছেন। আর বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। তাই এলাকায় জনসংযোগের মাধ্যমে সকলকে নিয়ে চলার বার্তা দেওয়া হল। উপস্থিত ছিলেন এগরা-১ ব্লক তৃণমূল সভাপতি বিজন বিহারি সাউ, এগরা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ, জেলা পরিষদের সদস্যা ছবি রানী দাসমহাপাত্র, দলের অঞ্চল সভাপতি অশোক দাস, ব্লকের কর্মাধ্যক্ষ রেখা প্রধান, রাধানাথ মিশ্র ও গৌরিশঙ্কর বারিক প্রমুখ।

No comments