Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রকাশিত হাই মাদ্রাসার ফলাফল,পাসের হারের নিরিখে প্রথমে পূর্ব মেদিনীপুর

প্রকাশিত হাই মাদ্রাসার ফলাফল,পাসের হারের নিরিখে প্রথমে পূর্ব মেদিনীপুরপ্রদীপ কুমার মাইতি- তমলুক- পরীক্ষা শেষের ৪০ দিনের মাথায় প্রকাশিত হাই মাদ্রাসার ফলাফল। প্রথম স্থানে মালদহের ছাত্রী সারিফা খাতুন। শুধু তাই নয়, প্রথম দশের ৬ পড়ুয়…

 



প্রকাশিত হাই মাদ্রাসার ফলাফল,পাসের হারের নিরিখে প্রথমে পূর্ব মেদিনীপুর

প্রদীপ কুমার মাইতি- তমলুক- পরীক্ষা শেষের ৪০ দিনের মাথায় প্রকাশিত হাই মাদ্রাসার ফলাফল। প্রথম স্থানে মালদহের ছাত্রী সারিফা খাতুন। শুধু তাই নয়, প্রথম দশের ৬ পড়ুয়াই মালদহের। তবে পাশের নিরিখে প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর। উত্তীর্ণদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


করোনার প্রকোপ কমতেই চলতি বছরে অফলাইনে হয়েছে হাই মাদ্রাসার পরীক্ষা। ২১ মার্চ শেষ হয়েছিল পরীক্ষা। সোমবার ৩০ এপ্রিল অর্থাত্‍ পরীক্ষা শেষের ঠিক ৪০ দিনের মাথায় প্রকাশিত হল হাই মাদ্রাসার ফল। এদিন মাদ্রাসা শিক্ষা পর্ষদ সভাপতি আবু তাহের কামরুদ্দিন ফল ঘোষণা করেন। চলতি বছরে পাশের হার ৮৭.০২ শতাংশ। প্রথম স্থানে মালদহের বটতলা আদর্শ হাই মাদ্রাসার ছাত্রী সারিফা খাতুন। তাঁর প্রাপ্ত নম্বর ৭৮৬। দ্বিতীয় হয়েছেন ইমরানা আফরোজ। তিনি পেয়েছেন ৭৭৫। তৃতীয় স্থানে মহম্মদ ওয়াকিল আনসারি । তাঁর প্রাপ্ত নম্বর ৭৭৩।

মাদ্রাসা পর্ষদের তরফে জানানো হয়েছে, চলতি বছরে ছাত্রীদের পাশের হার ৮৬.৭৪ শতাংশ। ছাত্ররা পাশ করেছেন ৮৭.৬০ শতাংশ। আজ অর্থাত্‍ সোমবার বেলা সাড়ে বারোটা থেকে মাদ্রাসায় দেওয়া হবে রেজাল্ট। তবে পরীক্ষার্থীরা অনলাইনেও জেনে নিতে পারবেন রেজাল্ট। wbbme.org, wbresults.nic.in ও exametc.com এই তিনটি ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট। এছাড়া এসএমএসের মাধ্যমেও রেজাল্ট জানতে পারবেন আপনি।


চলতি বছরে পাশের হারের নিরিখে পূর্ব মেদিনীপুর এগিয়ে থাকলেও প্রথম দশে স্থান করে নিয়েছেন মূলত মালদহ ও মুর্শিদাবাদের পড়ুয়ারাই। উল্লেখ্য, গত বছরের তুলনায় চলতি বছরে বেশ খানিকটা কমেছে পাশের হার। ২০২১ সালে পাশ করেছিলেন ১০০ শতাংশ পড়ুয়া। এবছর তা কমে হয়েছে ৮৭.০২ শতাংশ। তবে পরিসংখ্যান অনুযায়ী এবার বেশ খানিকটা বেড়েছে পরীক্ষার্থীর সংখ্যা।


পরীক্ষা শেষের ৪০ দিনের মাথায় প্রকাশিত হাই মাদ্রাস ফলাফল।

পাশের হার ৮৭.০২ শতাংশ। পাশের নিরিখে প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর।ফল প্রকাশের পাশাপাশি মাদ্রাসের তরফে কতগুলি ওয়েবসাইট ঘোষণা করা হয়েছে।

No comments