Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সবুজুআয়নের মধ্য দিয়ে রক্তের চাহিদা মিটাতে ফতেপুর আল আমিন অনাথ ফাউন্ডেশান ও পশ্চিম বঙ্গ বিজ্ঞান মঞ্চ সুতাহাটা হলদিয়া বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে রক্তদান শিবির

সবুজুআয়নের মধ্য দিয়ে রক্তের চাহিদা মিটাতে ফতেপুর আল আমিন অনাথ ফাউন্ডেশান ও পশ্চিম বঙ্গ বিজ্ঞান মঞ্চ সুতাহাটা হলদিয়া বিজ্ঞান কেন্দ্রের  উদ্যোগে রক্তদান শিবির।

পূর্ব মেদিনীপুর:ফতেপুর আল আমিন অনাথ ফাউন্ডেশান ও পশ্চিম বঙ্গ বিজ্ঞান ম…

 




সবুজুআয়নের মধ্য দিয়ে রক্তের চাহিদা মিটাতে ফতেপুর আল আমিন অনাথ ফাউন্ডেশান ও পশ্চিম বঙ্গ বিজ্ঞান মঞ্চ সুতাহাটা হলদিয়া বিজ্ঞান কেন্দ্রের  উদ্যোগে রক্তদান শিবির।



পূর্ব মেদিনীপুর:ফতেপুর আল আমিন অনাথ ফাউন্ডেশান ও পশ্চিম বঙ্গ বিজ্ঞান মঞ্চ(সুতাহাটা হলদিয়া বিজ্ঞান কেন্দ্র) উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়,গৌরাঙ্গপুর সু-স্বাস্থ্য কেন্দ্রে, রক্তদান শিবিরটি আয়োজন করা গৌরাঙ্গপুর সু-স্বাস্থ্য কেন্দ্রে। 

২ জন মহিলা সহ মোট ৩০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। ফতেপুর আল আমিন অনাথ ফাউন্ডেশান এর সম্পাদক ডা.সেক আনোয়ার হোসেন জানান, রক্তদান শিবিরে মোট ৩০ ইউনিট রক্ত হলদিয়া মহাকুমা হসপিটাল এর হাতে তুলে দেওয়া হয়েছে।রক্ত সংগ্রহ করে হলদিয়া মহাকুমা ব্লাড ব্যাঙ্ক,বিজ্ঞান মঞ্চের সম্পাদক শিক্ষক মনীন্দ্রনাথ গায়েন আরও জানান বর্তমানে প্রচন্ড গরম সংকট কালিন রক্তের  চাহিদা মিটাতে আমাদের এই শিবির,ডা.সুতপা সরকার জানান ব্লাড ব্যাঙ্ক সেন্টার গুলিতে রক্তের আকাল দেখা দেওয়া সহ থ্যালেসেমিয়া আক্রান্ত রুগী ও অন্যান্য রুগীদের রক্তের অভাবে কোনো রুগী বিপদে না পড়েন তার জন্য এই উদ্যোগ গ্রহন করেছে দুই সংস্থা,যাদের প্রধান কাজ এলাকার কোনো রুগী রক্তের অভাবে বিপদে না পড়েন ও ব্লাড ব্যাঙ্ক সেন্টার গুলিতে রক্তের ঘাটতি মেটাতে আয়োজন,

প্রত্যেক রক্তদাতা দের হাতে সবুজুআয়নের লক্ষে একটি করে ফলের চারা তুলেদেন সংস্থা কতৃপক্ষ।রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন,ডা.সুতপা সরকার,ডা.পূর্ণ চন্দ্র মাল,

গৌরাঙ্গপুর সু-স্বাস্থ্য কেন্দ্রের সি এইচ ও রেহেনা আহমেদ

,অধ্যাপক প্রভাস সামন্ত,সুতাহাটা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তুষার কান্তি মাইতি,শিক্ষক মনীন্দ্রনাথ গায়েন,স্নেকম্যান নকুল চন্দ্র ঘাঁটি,সংস্থার চেয়ারম্যান শিক্ষক শ্যাম প্রসাদ পাত্র,সংস্থার সভাপতি সেক আবুল হাসান,বিশিষ্ট সমাজ সেবিকা শ্রাবন্তী প্রধান গায়েন,

বিশিষ্ট সমাজ সেবী সুকুমার মাইতি,মিনাক্ষি মাইতি,তুষার সহ অনেকেই।

No comments